'কামারুজ্জামান' এক বিপ্লবীর নাম
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ১১ এপ্রিল, ২০১৫, ০৯:২৭:৩৩ রাত
শহীদের মৃত্যু হিসেবে কবুল কর এ হত্যাকে। সবাই কালেমায়ে শাহাদাত পড়তে থাকুন। একজন মুমিনের মৃত্যু এতো নির্মম হতে পারেনা।
শাহবাগ উল্লাস করে জাহান্নামের দিকে এগিয়ে যায়। ভুলে যায় যে রথে যে পথে কামারুজ্জামানকে ঠেলে দেয়া হচ্ছে সেটা নিশ্চিতই জান্নাত। কারণ শহীদের ঠিকানা জান্নাতই বটে।
আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে শাহাদাতের পানে চেয়ে আছেন কিংবদন্তী মুহাম্মদ কামারুজ্জামান।
তরুন প্রজন্মের অহংকার তুমি হে নেতা। শহীদ কাদের মোল্লা, শহীদ হাসান আল বান্নার পথে এই পৃথিবীর ইতিহাসে তুমি মহাবীর। বাতিলের কাছে করনি মাথা নত।
একটি গান শুনেছিলাম শাহাদাত মুমিনের পরম পাওয়া। হুম সেটাই সত্য হতে চলেছে আজ। আমরা আনন্দিত হত্যা নয় শহীদের মৃত্যুর পূর্বে মহান আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস ও আস্থা দেখে।
গণমাধ্যম যা করছে তা দেখে কেউ বিচলিত হবেননা।
শত শত শহীদ ওই আসছে
শত শত ছাব্বির আসছে।
শত শত মালেকের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে..
দীপ্ত পদভারে আসছে
শহীদে শহীদে জনপদ শেষ
লহুতে লহুতে ছেয়েছে এ দেশ
তবুও কেন যে হে মেহেরবান
কোরআনের সুসমাজ করনা দান
কি অপরাধ! হায় আমাদের
কর নির্দেশ!!
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তেজ্যোদীপ্ত লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন