আগামীর দিন শুধু সম্ভাবনার

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৫:১৫ সকাল

যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা

যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা

তবে জ্ঞানের প্রদীপ জেলে

দাড়িয়ে তোমার দ্বারে

আহবান করি তোমায়

এসো এই আঙিনায়

মুক্তির মোহনায়।

লক্ষ্য প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা

তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা

আমার সোনার দেশ গড়তে হবে

ষড়যন্ত্রের বাধা রুখতে হবে

সময় এসেছে ফের এগিয়ে যাবার

শান্তি সুখের সোনালী সেদিন

আসবে আবার ফিরে ঐশী আলোয়

সাজবে সমাজ

স্বপ্ন দুচোখ জুড়ে

বাধার প্রাচীর যত ভাঙতে হবে

সাম্য ন্যায়ের জ্ঞান গাইতে হবে

আগামীর দিন শুধু সম্ভাবনার

বিষয়: বিবিধ

২৪৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178817
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান
178840
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : এখনো আশায় বুক বাধি কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বেই, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File