কিছু ছবি আর প্রার্থণা
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ১৭ আগস্ট, ২০১৩, ১১:২৪:২৪ রাত
ছবিগুলো চেয়ে চেয়ে দেখা আর দু’হাত তুলে সারা জাহানের রবের কাছে তাদের সাহায্যের জন্য প্রার্থনা করা ছাড়া আর কি ইবা করতে পারি আমরা।
রাস্তায় দাড়িয়ে নিহত আত্মার আত্মীয় শহীদ ভাইবোনদের জন্য সমবেদনা জানানোর অনুমতি দেয়নি সরকার।
আল্লাহ জালেমদের কাছে আমাদের পরাজিত করো না। এত মৃত্যুর পর আমরা বাকহীন। সিসির পতন আর লাঞ্চনা ওই মাটিতেই তুমি দাও যেখানে তুমি ধরাশায়ী করেছো ফেরাউনকে।
বিষয়: বিবিধ
২১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন