দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়ার পর এর সফল কর্মীদের ফেসবুক প্রতিক্রিয়া

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ০৮ মে, ২০১৩, ০১:৪২:১৬ দুপুর





অদৃশ্য ইশারায় বন্ধ হয়ে যায় এ সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় দিগন্ত টেলিভিশন। সবসময়ই টিআরপি রেটিংয়ে পিছিয়ে থাকা চ্যানেলটি জনপ্রিয়তার তুঙ্গে চলে আসে যখন ঢাকা বিশ্বগণমাধ্যমের হেডলাইনে পরিণত হচ্ছে প্রতিদিন। রাস্তায় দেখা যেত দিগন্ত টেলিভিশনের খবর দেখার জন্য চা-ষ্টলগুলোতে কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সাধারন দর্শক।

চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পর অন্ধকারে চলে গেলেন এর কর্মীরা যাদের হাতেই চ্যানেলটি পেয়েছে দর্শকপ্রিয়তা। দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দিগন্ত কর্মী ও বিভিন্ন মিডিয়ার সহকর্মীদের কিছু ফেসবুক ষ্ট্যাটাস তুলে ধরা হল।

দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর

মুজিবুর রহমান মঞ্জু


''পুলিশ- ডিবি এবং বিজিবি যৌথ অভিযান চালিয়ে এই মাত্র দিগন্ত টেলিভিশন এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে এরপর কি ঘটতে যাচ্ছে জানিনা| সবাই দোআ করবেন''

দিগন্ত টিভির সাবেক সিএনই

চায়না রেডিও ইন্টারন্যাশনালের এডিটর (ফরেইন এক্সপার্ট)

আলিমুল হক


সিএসবি নিউজ-এ কাজ করতাম; একদিন সরকার সেটি বন্ধ করে দিল। চ্যানেল ওয়ান-এ কাজ করতাম; একদিন সরকার সেটিও বন্ধ করে দিল। দিগন্ত টেলিভিশনে কাজ করতাম; এবার সেটি সরকার বন্ধ করে দিল। নিজেকে কেমন 'কুফা' 'কুফা' লাগছে। :(

কমেন্টসে বৈশাখী টিভির চিফ রিপোর্টার

Hasanuzzaman Saki


'Kufa' Alimul Vai... Dukkhe bollam, moja kore boli nai kintu....!

দিগন্ত টিভির সিনিয়র রিপোর্টার

Imran ansary


We express our deep concern that government has closed Diganta TV. We demand government to stop this brutal activity. We also request the world to come forward to pressure the government to reopen the TV immediately. Imran ansary, Senior Reporter, DTV

দিগন্ত টেলিভিশনের সাবেক নিউজ এডিটর

রেডিও তেহরানের নিউজ এডিটর

Sirajul Islam


দিগন্ত টেলিভিশন বন্ধের খবরটা পেলাম যখন আমি গভীর ঘুমে....মোবাইল মেসেজের ম্যাধমে....ঢাকা থেকে পাঠানো। আজ দূরে থাকলেও এ চ্যানেলের শুরু থেকে আমি ছিলাম নিউজ বিভাগের একজন। মনটা ডুকরে কেঁদে উঠলো। অনেকের সঙ্গে মিলে আমিও কঠোর পরিশ্রম করেছিলাম চ্যানেলটি গড়ে তোলার জন্য। বিদেশে চাকরির অফারও সে সময় প্রত্যাখ্যান করেছিলাম যে ক'টি চিন্তা করে তার মধ্যে দিগন্ত ছিল একটি কারণ। আজ সেই দিগন্ত বন্ধ করে দিল সরকার। অবশ্য, এতে আমি মোটেই অবাক হইনি কারণ আমি চ্যানেল ওয়ানে থাকতেই চ্যানেলটি বন্ধ হয়েছিল। সেদিনও যা বলেছিলাম আজও তাই বলব....এ সরকার ফ্যাসিবাদী.....এ সরকার স্বৈরাচার।

২য় আরেকটি ষ্ট্যাটাসে Sirajul Islam লিখেছেন

দিগন্তের ভাই-বোনদের জন্য রইল আমার পক্ষ থেকে পাণঢালা শুভ কামনা। সমবেদনা জানাব না কারণ তারা সংগ্রামী বরং উতসাহ দেব......এগিয়ে চলো। এখানেই শেষ নয়...কামনা করব এ অবস্থার অবসান হোক।

দিগন্ত টিভির প্রেজেন্টার

Abdullah Al Ahsan


কবে আবার টিভি পর্দায় দেখা হবে যানি না.......... কি অপরাধ আমাদের তাও জানি না... চাতক পাখির মত অনিশ্চিত অধার পাণে চেয়ে আছি... নিজের জন্য দু:খ নেই... দু:খ হলো, অসংখ্য অন্যায়, অসংখ্য নির্মমতা আর দুর্নীতির-জালিয়াতির খবর এখন আর মানুষ জানতে পারবে না... কেউ থাকলো না জনগণের পক্ষে কথা বলার...... সঠিক খবর জানাবার.....

দিগন্তের ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্টার

Abdur Razzaque Pushpo


এই মাত্র বাংলাদেশের কোটি মানুষের জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন সরকারের নির্বাহী আদেশে বন্ধ করে দিয়েছে বিটিআরসি...

আশা ছারছি না..আবারো দেখা যাবে..এই সুন্দর মুখের হাসি...সবাই দোয়া করুণ...

দিগন্ত টেলিভিশনের কুমিল্লা ব্যুরো রিপোর্টার

Khalid Saifullah


দর্শকদের ভালোবাসা আমার নীরব শান্ত মনটাকে ভেঙ্গে দিচ্ছে.. সকাল থেকে এতো ফোন.. সবার শুধু জিজ্ঞাসা দিগন্ত’কে ঘিরে। মহাসড়ক অবরোধ হয়েছে খবরটি কানে আসতেই বাইকের চাবিটি হাতে নিলাম। যখন ভাবনায় এলো কোথায় যাচ্ছি.. কেন যাচ্ছি.. কি হবে সেই সংবাদ দিয়ে.. ভাবনাটা আমাকে প্রচন্ডভাবে ধাক্কা মারলো। চাবিটি হাতে নিয়েও রেখে দিলাম.. কত সংবাদ সবার আগে পেতাম, ছুটে যেতাম, কত দূরন্ত সে পথ চলা.. বৃষ্টি.. ঝড়.. হুমকি.. সবশেষ ফেরারি.. তবু আমার বিবেক আমাকে দিগন্ত ছেড়ে যেতে দেয়নি। শুভাকাংখী বড় ভাই বললেন, চলে এসো মদীনায়.. আমি বলেছিলাম.. এই মৃত্যু মিছিল ছেড়ে কোন যোদ্ধা চলে যাওয়া মানেই আত্মসমর্পন করা।

আমরা সেই সাহসী দিগন্তের কর্মী বলে ভাবতে আজ নিজকে বড় সৌভাগ্যের অংশীদ্বার মনে হচ্ছে। অগনিত মানুষের ভালোবাসা আর দোয়া. মজলুম নিহতের রক্ত বৃথা যায়নি কোনদিন.. যে তরুনের জুব্বা আজ রক্তে ভিজে আছে.. মাটিতে লুটিয়ে যাবার আগে তার চেতনায় ছিল, ‘ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন।’আমরা সেই সাহসী দিগন্তের কর্মী বলে ভাবতে আজ নিজকে বড় সৌভাগ্যের অংশীদ্বার মনে হচ্ছে। অগনিত মানুষের ভালোবাসা আর দোয়া. মজলুম নিহতের রক্ত বৃথা যায়নি কোনদিন.. যে তরেুনের জুব্বা আজ রক্তে ভিজে আছে.. মাটিতে লুটিয়ে যাবার আগে তার চেতনায় ছিল, ‘ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন।’

কমেন্টসে দিগন্তের পটুয়াখালি প্রতিনিধি

Hanjala Shihab-

‘‘chokh bedhonay asru shikto, mukhe aj kono vasa nay, kichhu likhte o mon chacchhe na............apnar lekhati pare chokher kone jamethaka jal beria aste chacchhee...tabu o chepe rekhechhi....r kono kanna habe na!..........’’

বগুড়া প্রতিনিধি

ফকির শাহজাহান

We Shall Over come Some Day INS-SHA-ALLAH.

একুশে টিভির

Masum Mahbub


দিগন্তকে খুব মিস করছি। গেলো কমাস আমি পুরোপুড়ি দিগন্ত নিউজের ভক্ত হয়ে গিয়েছিলাম। যখন সব টিভি চোখ বন্ধ করে কথা বলছিলো তখন দিগন্ত চোখ খুলে কথা বলছিলো। আর এতে করে টিআরপির প্রথমে চলে আসে এই চ্যানেলটি। আর এটাই ছিলো দিগন্তের কপাল পোড়ার প্রধান কারণ। সরকার বুঝতে পারছে তাদের দোসরদের টিভি এখন অনেকেই দেখেনা আবার দেখলেও তাদের সংবাদ উপস্থাপন অনেকেই বিশ্বাস করে না। দিগন্ত বন্ধ হওয়ায় যে হাজার প্রশ্ন ১৬ কোটি মানুষের মনে ছড়িয়ে গেছে তার উত্তর কি সরকার দিতে পারবে ?

বন্ধ হয়েও যে দিগন্ত আরো জনপ্রিয় হলো তা কি সরকারের নীতিনির্ধারকরা জানেন ? যেমন জনপ্র্রিয় হয়েছিলো একুশে।

দিগন্ত টিভির ভিডিও এডিটর

Khaled saiful haque


আমার একটা সাধারণ প্রশ্ন, শাহবাগীরা যখন দুইটা হাসপাতালের গেইট বন্ধ করে রাজপথ দখল করে বসল তখন তো সরকার তাদেরকে উঠিয়ে দিয়ে পথ পরিষ্কার করতে আল্টিমেটাম দেয়নি। বরং তাদেরকে সাপোর্ট দিয়েছে। ৩ মাস তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগীতা দিয়ে বাঁচিয়ে রেখেছে।

অথচ ধর্মদ্রোহীদের শাস্তির দাবি জানানোয় হেফাজত যখন রাস্তায় বসে পড়ল তখন তাদের উপর গুলি চালানো হলো।

আজব এক দেশ: ইট পাটকেল বানাম গ্রেনেড, যুদ্ধেরও তো সমতার দাবি থাকে।

যুদ্ধাপরাধের বিচার আবার এই দেশের মানুষের প্রণের দাবি। কলংক মুক্তির উপায়।

খালি হাতে থাকা এসব মানুষকে মারা যদি যুদ্ধাপরাধ না হয়। তাহলে আমি ঘোষনা দিয়ে বলতে চাই বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধী নাই।

ধিক এই দেশকে, ধিক এই চেতনাকে ...



এনটিভির

Shuaib Ahmed


আজ নানাজাতের রাষ্ট্রীয় সার্কাসের জন্য ঐ যারা যারাই খুব হাততালি দিচ্ছেন, ঐ তারা তারাই কি ভেবেছেন সব কিছু শেষ হয়ে যাবে? ঘৃণার বীজ দিয়ে যেই গাছ তৈরি হচ্ছে তার ডাল দিয়েই তৈরি লাঠিটার বাড়ি আপনাদের মাথায় পড়বে না? কখনই?

দিগন্ত টিভির নাটোর প্রতিনিধি

Ishaq Ali


দুপুরের দিকে একজন রাজনৈতিক নেতা ফোন দিয়ে বললেন বিকালে গায়েবানা জানাযা আছে। আমিও বললাম আসবো। কিন্তু পর মুহুর্তেই মনে হলো আমারতো চ্যানেল বন্ধ যেয়ে কি করবো। তারপরও গেলাম কারন পত্রিকা ও অনলাইনের জন্য। গিয়ে বুঝলাম দিগন্তের প্রতি মানুষের কি অসীম ভালবাসা। সবার প্রশ্ন কবে চালু হবে দিগন্ত। কবে আমরা নিরপেক্ষ সংবাদ দেখতে পাব। দেশের সঠিক অবস্থা কেন অন্য মিডিয়া গুলো তুলে ধরছে না। আমি বুঝিনা কেন সরকার জনগনের ভালবাসা বিবেচনা না করে একটি জনপ্রিয় চ্যানেলকে বন্ধ করে দিল। অসংখ্য মানুষের ফোনের পর ফোন আমাকে যতটা না বিরক্ত করছে তার চেয়ে শিহরিত করছে তাদের ভালবাসা। সরকার কি একবারো ভেবেছে যে তাদের কিছু অপকর্ম বন্ধ করতে মিডিয়ার ওপর হস্তক্ষেপ করে তারা কতটা জনপ্রিয়তা হারিয়েছে ?

দিগন্তের

Zakiul Haque Zaky


ব্রেকিং নিউজঃ-

দিগন্ত টেলিভিশন

এবং

ইসলামিক টেলিভিশন

সম্প্রচার

এই মাত্র

বন্ধ করে দিল ......।।

দিগন্ত টিভির প্রেজেন্টার

Tajkia Binte Nazib


DIGANTA TELEVISION IS SWITCHED OFF BY THE GOVERNMENT OF BANGLADESH...

এক ভক্ত জাহিদ লিখেছেন-

ki hochhe kichui bujte parchina ..digonto o bondho..kono khobor janchina..matha nosto hoie jachhe ..

আমরা আশা ছাড়িনি। আমরা সত্যকে খুজে পেয়েছিলাম তোমার মাঝে। মানুষের ভালোবাসা যার প্রতি বেশি থাকে তার সাথে প্রতিযোগীরা ঈর্ষায় ভোগে। দিগন্ত টেলিভিশন সেই ঈর্ষনীয় জনপ্রিয়তার স্বীকার হল।

(ছবি ক্যাপশন- দিগন্ত টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়ার পর নিউজ রুমে বিমর্ষ সংবাদ কর্মী ও কর্মকর্তারা)

বিষয়: বিবিধ

৩১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File