ধূসরতা কেটে আসবে আলোর স্ফুরণ
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ২১ এপ্রিল, ২০১৩, ১২:১৭:৪৩ দুপুর
এ ধূসরতা কি কাটবে না
রাতভেদ করে যে সূর্যোদয় দেখছি সে আলোয় কি মুক্তির
স্ফুরণ খুজে পাবো না?
ঘুমিয়ে থাকা তারিক, মুসা, সালাহদিনরা কি জাগবে না
তারা কি জাগাবে না ঘুমের পাড়া?
‘‘আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর
আমি বলি খোদার পথে হোক এ জীবন পাড়’’
মল্লিক নেই বলে কি তার কথায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব না।
শ্বাশ্বত মুক্তির পথ যেখানে রচিত সে পথে আমার মৃত্যু না মুক্তি না নির্ধারন করবেন দুজাহানের মালিক।
হাজারো কাফেলার স্রোত আজ জান্নাতের পানে।
শহীদি তামান্নায় আজ আমার বোন তার ছোট্ট ছেলেটির হাতে কোরআন
আর অন্য হাতকে মাথায় চেপে ধরে বলছেন,
যদি ফিরে না আসো তবে জান্নাতের বাগানে
তোমার মাকে খুজে পাবে।
যে মানুষগুলো সফেদ চেহারায় উজ্জীবিত হতো তারুণ্য
সেই মানুষগুলো আজ মৃত্যুর দুয়ারে প্রভুর দরবারে সেজদারত।
..........
..............
কতটুকু রক্ত পেলে এই খুনীরা তাদের পিপাসা মেটাবে?
হাজারো লাখো মায়ের আহাজারি কি তাদের কানে একটুও
আহবান জাগাতে পারছে না?
ওগো মেহেরবান তুমি কি দেখছো না
তুমি কি এই মজলুমানের পাশে দাড়াবে না?
বাংলাদেশের মতো আরাকান, সোমালিয়া, সূদান, সিরিয়া’র দিকে তাকিয়ে তোমার করুনা মাগি ওগো দয়াময়।
তুমি আমাদের ক্ষমা কর প্রভু
আমাদের রহম কর।
আমরা বিশ্বাস করি.
তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ন করবে
শত সহস্র মজলুমানের রক্ত আর চোখের পানিতে ভিজে
এ জমিন পবিত্র হবে।
ধুয়ে যাবে মিথ্যে কাফেলার হুংকার।
থেমে যাবে যত পংকিল উল্লাস
ধূসরতা কেটে আসবে আলোর স্ফুরণ।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন