সাপ্তাহিক নতুন বার্তায় সাংবাদিক নিয়োগ ও লেখার আহবান
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৭:১৮ রাত
আপনি একজন ভাল ব্লগার।স্বাধীন সাংবাদিকতা থেকে হয়ে উঠতে চান, প্রফেশনাল সাংবাদিক।সাপ্তাহিক নতুন বার্তাই হতে পারে আপনার প্রফেশনাল সাংবাদিকতার শুরু।আপনি যে কোন বিষয়ে লিখতে পারেন।কিন্তু, নতুন বার্তায় মূলত প্রকাশ করা হয় ইনভেষ্টিগেশন নিউজ।তাই, আপনি যদি ইনভেষ্টিগেশন নিউজ করায় আগ্রহী হোন সরাসরি নতুন বার্তা কার্য্যালয়ে যোগাযোগ করতে পারেন।এই পত্রিকা কোন ব্যাবসায়ী গোষ্টির পত্রিকা নয় বা কোন রাজনৈতিক দলের মুখপত্রও নয়।তাই কোন সাংবাদ প্রকাশেই বাধা নেই নতুন বার্তার।শুধুমাত্র রাষ্ট্র বিরোধী সংবাদ না হলেই হবে।
এছাড়াও ব্লগার হিসেবে আপনি যেমন স্বাধীন,তেমন স্বাধীন ভাবেই কাজ করতে পারেন নতুন বার্তায়। আপনি যদি বিনোদন বিষয়ে আগ্রহী হোন, নতুন বার্তার বিনোদন পাতায়ও আপনার লেখা দিতে পারেন।আপনার রাজনৈতিক বিশ্লেষন ধর্মী লেখা লিখতে পারেন।লেখা পাঠাতে পারেন ইমেইল করে।পত্রিকায় লেখা প্রকাশ হলে আপনার ঠিকানায় পত্রিকা কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে।এছাড়া ই-পেপার হিসেবে অনলাইনেও দেখতে পারবেন।
যারা সরাসরি নতুন বার্তায় কাজ করতে চান,তারা যোগাযোগ করুণ অফিসে অথবা ফোন করে।
যোগাযোগের ঠিকানা:
সাপ্তাহিক নতুন বার্তা
৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, মিরপুর ১২, ঢাকা ১২১৬।
ফোন: ৯০১৫৫৬৬, ৮০০১৮৪২ মোবাইল: ০১৭১৭০৯৮১৫৪।
ইমেইল:
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/weeklynatunbarta
বি:দ্র: সাপ্তাহিক নতুন বার্তা কোন বড় পত্রিকা নই।কিন্তু চেষ্টা করছে স্বাধীন সাংবাদিকতা চর্চার।আমাদের সীমিত সামর্থের মাঝেই এই চেষ্টা।তাই যারা স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে চান, শুধুমাত্র তাদের জন্য নতুন বার্তা।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন