আসছে আরেকটি নতুন জাতীয় পার্টি!

লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ২৪ নভেম্বর, ২০১৩, ০৬:৪২:৪৭ সকাল

তাশরিফা জামান: জাতীয় পার্টি (কাজী জাফর) ব্যাকেট বন্ধি করে শীঘ্রই আরেকটি নতুন জাতীয় পার্টি হচ্ছে।উল্লেখ্য এর আগে জাতীয় পার্টি তিন ভাগে বিভক্ত হয়ে জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) যা পূর্বে জাতীয় পার্টি (নাজিউর) নামে পরিচিত ছিল এবং জাতীয় পার্টি(জেপি) যা পূর্বে জাতীয় পার্টি (মন্জু) নামে পরিচিত ছিল।শীঘ্রই জাতীয় পার্টি (কাজী জাফর) নামে জাতীয় পার্টির ৪র্থ ভাগ হতে যাচ্ছে।

মহাজোটে থেকে কাঙ্ক্ষিত সুবিধা ভোগ করতে না পারায় সংগঠনটির বেশ কয়েকজন নেতা দলীয় প্রধানের ওপর চরম ক্ষুব্ধ। ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং বিএনএফ থেকে বহিস্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এক সময় জাতীয় পার্টি এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন। তারা দল থেকে ডিগবাজি দিয়ে যোগ দেন বিএনপিতে। এরপর দলছুট হন আনোয়ার হোসেন মঞ্জু এবং প্রয়াত নাজিউর রহমান মঞ্জু। এখন জাতীয় পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কাজী জাফর আহমেদের কণ্ঠেও দল ছাড়ার সুর।

- See more at: http://bdhotnews.com/Details.php?q=news&p=&id=1856#sthash.ohgvGBEu.dpuf

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File