এক দলীয় নির্বাচন ও বি.এন.পির প্রতিরোধ
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:০২:২৬ সকাল
বিডিহটনিউজ এক্সক্লুসিভ: শেষ কিছু দিনের ঘটনা প্রবাহ এটা নিশ্চিত করছে, আওয়ামীলীগ আলোচনা চায় না, অন্য দিকে বি.এন.পি আলোচনার জন্য উন্মুখ হয়ে রয়েছে।দিন যতোই যাচ্ছে,এই বিষয়টি ততোই পরিষ্কার হচ্ছে সরকার কোন ভাবেই আলোচনায় বসবে না।যে করেই হোক একটি এক দলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য ব্যাকুল। অন্যদিকে বি.এন.পি শেষ মূহুর্তে আলোকিক কিছু হবে এই আশায় বসে আছে।যদিও বিএনপি বলছে ২৫ অক্টোবরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়।কিন্তু কিভাবে দেশ খালেদা জিয়ার কথায় চলবে তার কোন রোড ম্যাপ বিএনপি এখনও করতে পারেনি।কিছু অগোছাল পরিকল্পনা আছে,যেমন ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া,তৃণমূল পর্যায়ে প্রতিরোধ ইত্যাদি।কিন্তু নিকট অতীতে বিএনপির রাজনৈতিক কৌশল দেখে ধারনা করা যায়,ঢাকাকে বিচ্ছিন্ন অচল করবো বললেই সহজে তা করতে পারবে বলে মনে হয় না।তথাপিও তা করতে যদি সক্ষম হয় এতে জন দূর্ভোগেরও সীমা থাকবে না।
এটা সত্যি যে বিএনপির তৃণমূল কর্মীরা কেন্দ্রের কাছে কঠোর আন্দোলন কর্মসূচী প্রত্যাশা করে।কিন্তু বিএনপির নীতি নির্ধারনী পর্যায় থেকে কোন যুগান্তকারী সিদ্ধান্ত যেমন নিতে ব্যর্থ হয়েছে,তেমনি পুলিশের মারমুখি ভূমিকার কারণে ঢাকায় কোন শক্ত আন্দোলন কর্মসূচী বিএনপি পালন করতে বাধাগ্রস্ত হয়েছে।অপরদিকে বিএনপির ঢাকা মহানগরের সাংঘটনিক দূর্বলতা আন্দোলনের কর্মসূচী বাস্তবায়নে স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে।এদিকে বিএনপি আশা করছে সরকারের মেয়াদ শেষ হলে পুলিশের উপর সরকারের খবরদারী আগের মতো থাকবে না।যারা সরকারের কাছের পুলিশ অফিসার তারা পালানোর পথ খুজবে।
বাস্তবতা হলো,এবার পুলিশ সবচেয়ে বেশী সুযোগ পেয়েছে।তারা হয়তো আওয়ামীলীগের পক্ষ ত্যাগ নাও করতে পারে।সেক্ষেত্রে ঢাকায় বিএনপির পক্ষে আন্দোলন জমানোই কঠিন হবে।তবে,যেহেতু বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়,সেহেতু আগামী যে কোন সময় ব্যতিক্রম কিছু ঘটে যেতে পারে।
বিস্তারিত: http://bdhotnews.com/Details.php?q=news&p=&id=554
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন