জয়ের সাথে সাকিব বোর্ড সভাপতির অনুরোধে
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০১:৫৪ রাত
আজ শুক্রবার বঙ্গবন্ধু সন্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের "রুপকল্প ২০২১" এ উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।যদিও তিনি তেমন কোন রাজনৈতিক বক্তব্য দেন নেই।তাও অনেকে সমালোচনা করছেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
সেমিনারে সাকিব তার বক্তব্যে বলেন,বর্তমান সময়ে আমরা ক্রিকেটে খুব ভাল করছি।এই ধারা অব্যাহত রাখতে চাই।আমাদের সামনে টি২০ বিশ্বকাপ।আমরা সেখানে আরো ভাল করব বলে আশা করি।
আন্যদিকে সজীব ওয়াজেদ জয় সাকিবকে "সাকিব ভাই" বলে ডেকে বলেন,আমি আপনার হিউজ ফ্যান।জয়ের এই কথার সময় সাকিবকে মুচকি হাসতে দেখা যায়।
জয় আরো বলেন, ক্রিকেটে আমরা বিজয়ী হয়েছি, এই জন্য সাকীব ও তার দলকে ধন্যবাদ দেন।এই সময়ে হেসে ধন্যবাদ গ্রহণ করেণ।
যদিও পরে তার টুইটারে লিখেন:" আমি ওই অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের বোর্ড প্রেসিডেন্টের অনুরোধে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি"
" আমি সবাইকে অনুরোধ করছি আমাদের মিডিয়াকে বিশ্বাস না করার জন্য"
" আমি রাজনীতিতে যোগ দেইনি এবং ভবিষ্যতেও কোনোদিন দিবনা"
সূত্র: bdhotnews.com
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন