লিবার্টি রিসার্ভের মৃত্যু!!

লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ২৬ মে, ২০১৩, ০১:৫৫:৫৬ রাত

শেষ পর্যন্ত বোদহয় বন্ধ হয়ে গেল লিবার্টি রিসার্ভ।লিবার্টি রিসার্ভের মালিক ৩৯ বছরের Arthur Budovsky Belanchuk কে শুক্রবার স্পেন থেকে এ্যারেষ্ট করা হয়েছে আর্থিক অপরাধ করার জন্য।লিবার্টি রিসার্ভের মালিক ইউক্রেনের অরিজিন কোষ্টারিকার নাগরিক।মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোস্টারিকা পুলিশ সংস্থা যৌথভাবে সঞ্চালিত একটি Money laundering তদন্তের অংশ হিসেবে স্পেন মধ্যে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে ২০১১ সাল থেকে তদন্ত চলছে।শিশু পর্নোগ্রফি ও মাদক ব্যাবসায় এই কারেন্সি ব্যাবহারের প্রমাণ পাওয়া গেছে।যদিও তিনি এই অপরাধে সংশ্লিষ্ট ছিল না,কিন্তু যেহেতু তার কারেন্সি ব্যাবহার করে অপরাধ সংঘটন করা হয়েছে,তাই তাকে অভিযুক্ত করা হয়েছে।জুলাই 27, 2006 মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট, থেকে রেকর্ড অনুযায়ী, Budovsky এবং ভ্লাদিমির হিসেবে চিহ্নিত একটি অংশীদার তাদের ব্রুকলিন অ্যাপার্টমেন্ট থেকে একটি অবৈধ আর্থিক ব্যবসা, GoldAge ইনক, অপারেটিং অভিযোগে নিউ ইয়র্ক রাজ্য দ্বারা সাজা প্রদান করা হয়।

যাই হোক মূল কথা হলো লিবার্টি রিসার্ভের মৃত্যু নিশ্চিত হয়েছে।কিন্তু এতে এর মালিক যতোটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশী ক্ষতি হয়েছে যাদের কাছে এই কারেন্সি স্টক ছিল।আমি নিজে অবশ্য মাত্র ১৫ ডলারের মতো ধরা খেয়েছি।কিন্তু অনেকেই ১০-১২ হাজার ডলার ধরা খেয়েছে।

আর যাদের পেমেন্ট রিসিভ মুডই ছিল লিবার্টি রিসার্ভ,তারা যতো না ধরা খেয়েছে,তার চেয়ে বেশী ভবিষ্যত ব্যবসা হুমকীর মুখে পড়েছে।

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File