আওয়ামীলীগের কুকর্মের খতিয়ান
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ০৭ মে, ২০১৩, ০৩:৫২:২৫ রাত
বাংলাদেশীরা খুব ভুলো মন।খুব দ্রুত ভুলে যায়।তাই আমি একটা একটা করে আওয়ামীলীগের কুকর্মের খতিয়ান তৈরীর চেষ্টা করলাম।আমার সব মনে পড়ছে না।যাদের মনে আছে আমাকে একটু মনে করিয়ে দিবেন,যে গুলো আমি বাদ দিয়ে যাব..
১. বিডিয়ার বিদ্রোহ (বি.এস.এফ কে শক্তিশালী করতে পরিকল্পিত ভাবে সব বি.এন.পি মান্ডেড অফিসারদের ডেকে এনে হত্যা করা।যা সাকিলের ছেলের বক্তব্যে প্রমাণিত।)
২. খালেদা জিয়াকে তার স্বামী স্মৃতি বিজোরিত বাসা থেকে বিতারিত করা।
৩. চৌধুরী আলমকে গুমের মাধ্যমে গুম সংস্কৃতির প্রচলন করা।পরবর্তীতে ইলিয়াস আলীকে দিয়ে তার পরিপূর্নতা দান।
৪. মিডিয়াকে নিয়ন্ত্রনের জন্য প্রথম চ্যানেল ওয়ানকে বন্ধ করা।পরবর্তীতে আমারদেশ একাধিক বার বন্ধ এবং মাহমুদুর রহমানকে গ্রেফতার ও নির্যাতন।সর্বশেষ দিগন্ত টিভি ও ইসলামী টিভি বন্ধ।মোট কথা মিডিয়ার উপর পূর্ন নিয়ন্ত্রনের মাধ্যমে সত্য জানার অধিকার খর্ব।
৫. শেয়ার বাজার কেলেংকারীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ কারীদের পথে বসানো।যদিও এর আগেও আওয়ামীলীগ একই কাজ করেছিল।
৬. বিচার বিভাগকে আওয়ামী বিচার বিভাগে রুপ দেওয়া।বিচার বিভাগের মর্যদা ধুলোয় মিশিয়ে দেওয়া।
৭. আওয়ামী পুলিশ লীগ, আওয়ামী শুশীল লীগ, আওয়ামী শাহাবাগ লীগ, আওয়ামী নাস্তিক লীগ ইত্যাদি ক্ষতিকর লীগের জন্ম দেওয়া।
৮. বিরোধী মতকে দমনের জন্য এমন কোন ব্যবস্থ নেই সব গ্রহণ করা।মির্জা আব্বাসের বাসায় ডুকে মহিলাদের র্যাব দ্বারা পিটানো।বিরোধী দলীয় চিপ হুইপকে মিডিয়ার সামনে পুলিশ দ্বারা অকথ্য নির্যাতন।এভাবে সকল বিরোধী মতকে নির্যাতন।
৯. যাই কিছু হোক যুদ্ধ অপরাধীদের বাচানোর ষড়ডন্ত্র, জামাত শিবিরের কাজ।
১০. ভারতকে চাওয়ার আগে ট্রেনজিটসহ সকল সুযোগ সুবিধা দান তার বিনিময়ে কিছু না নিয়ে নিলজ্ঝ ভাবে ভারতের তাবিদারী করা।
১১. হলমার্কসহ বিভিন্ন কেলেং্কারীর মাধ্যমে ব্যাংকীং সেক্টর কে ধংস করে দেওয়া।
১২. কিছু কমেডিয়ান অপদার্থ মন্ত্রী দ্বারা দেশ পরিচালনা।মুহিতের কাছে ভারতীদের কাছে শুল্ক চাইতে লজ্ঝা লাগে,শাহারা সকলের ঘরে তালা দিতে বলা, মহিউদ্দিন খানের বিখ্যাত আবিষ্কার ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া ইত্যাদি।
১৩. সারা দেশে আওয়ামী সন্ত্রাসী রাজত্ব কায়েম।
১৪. যারাই খারাপ কিছু করে ধরা খায় তারাই অনুপ্রবেশকারী লীগ!!
১৫.হরতাল বিরোধী মিছিল করাতে রানা প্লাজায় জোর করে ফাটা ভবনে গামের্ন্টস কর্মীদের ঢুকিয়ে ২০০০ এর বেশী গার্মেন্টস কর্মীকে হত্যা করা।
১৬. তাজনীন গামের্ন্টস এর মালিকে গ্রেফতার না করে গামের্ন্টস শ্রমীকদের হত্যা বৈধতা দান!
১৭. গনজাগরণ মঞ্চর নামে দেশকে ২ ভাগে ভাগ করে দেওয়া।
১৮. পদ্না সেতু দুর্নীতির মাধ্যমে দেশের ইজ্জত সন্মান শেষ করা।
১৯. কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটী টাকা লুটপাট।
২০. ইসলামী পন্থি সকলকে জংগি বানানো।
২১. সাইদীর রায়ের পর পুলিশ কর্তৃক গনহত্যা।
২২. হেফাজতের জনসভায় গনহত্যা।
আরো কতো হাজার কুকর্ম যে আছে।হাতও ব্যাথা হয়ে গেছে আর মনেও পড়ছে না।আপনারা একটু সংযোজন করে মনে করিয়ে দিয়েন।
বিষয়: রাজনীতি
১৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন