আমি, একজন মাহমুদুর রহমান ও নোংরা প্রথম আলো
লিখেছেন লিখেছেন ভালবাসার বাংলাদেশ ২১ এপ্রিল, ২০১৩, ০৩:৩৬:৩৬ রাত
আমি একজন সাধারণ বাঙ্গালী।অন্য ৮-১০ জনের মতোই আমি একজন সুবিধাবাদী।দেশের বর্তমান পরিস্থিতিতে আমি যতো সুবিধাবাদীই হই না কেন আমার অবস্থাও খারাপ।ব্যাবসায় প্রতিনিয়ত লস দিচ্ছি।
যাই হোক আমার বিবরণ দিয়ে সবার বিরক্তি উতপাদনের কোন ইচ্ছা আমার নেই।কিন্তু আমাকে কেউ কোন দলের অন্ধ সমর্থক বলতে পারবে না।কিন্তু অন্য ৮-১০ জনের মতো আমিও সরকারের কাজে বিরক্ত।কিন্তু প্রতিবাদ করব কোথায়?রাজপথে?আমি যে সুবিধাবাদী!আমি কি করে রাজপথে প্রতিবাদ করব?তাই আমার প্রতিবাদের আশ্রয়স্থল ছিল সামু ব্লগ।কিন্তু রাজীবের মৃত্যুর পর আমি একটি ব্লগ লিখেছিলাম,রাজীব যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসই করেনা,তাই তাকে যথাযথ সন্মান দেখিয়ে মাটি দেওয়া হোক।জানাজা পড়ানো তার ধর্ম বিশ্বাসের সাথে যায় না।এতে তাকেই অপমান করা হলো।এই কথা লিখার অপরাধে সামু আমার ৫ বছরের পুরোনো আইডি সারা জীবনের জন্য ব্লক করে দিল।আমি দেখলাম বাধ ভাঙ্গার উল্লাস কাকে বলে।
এরপর আমার মতামত প্রথম আলোর কমেন্টস এ দেওয়ার চেষ্টা করলাম।কিন্তু সেখানে আওয়ামী পন্থি মতামত ছাড়া প্রকাশ করা হয় না।
শেষ ভরসাস্থল পেলাম আমার দেশ।আমার মনে হলো আমারদেশ আমার কথার অনেকটাই প্রকাশ করছে।যদিও মাঝে মাঝে এক পাক্ষিক হওয়ার দোষে দুষ্ট।কিন্তু সরকারের বিরুদ্ধে একাই লড়াইকে স্বাগত না জানিয়ে উপায় ছিল না।আওয়ামী মিডিয়া লীগ, আওয়ামী সুশীল লীগ, আওয়ামী ব্লগার লীগ, শাহাবাগ লীগ, পুলিশ লীগ ইত্যাদি সবাইকে ভালই জবাব দিচ্ছিল।কিন্তু সরকার ভিন্ন মতাবল্বীদের সহ্য করবে কেন?তাই বন্ধ করে দিল।প্রথম আলোর মতিউর রহমানের মতো রিপোর্টারকে ফাসিয়ে দিল না।মতিউর রিপোর্টারকে ফাসিয়ে বায়তুল মোকারামে তওবা পড়ল।আর মাহমুদুর রহমান রিপোর্টারের দোষ নিজের ঘাড়ে নিল।আমার মনে হলো চান্স এডিটোরেরই প্রয়োজন এই দেশে।সুশীল ভীত মতিউরের মতো সুবিধাবাদীর প্রয়োজন নেই সম্পাদক হিসেবে।এতোই যদি সুবিধাবাদী হবে, তাহলে তো আমার মতো সাধারণ জনগনই হতো।সম্পাদক হতে হলে তো সাহসী হতে হবে।
এরপর দেখলাম প্রথম আলোর নোংরামী।মাহমুদুর রহমানের উপর রিমান্ডে নিয়ে চলল অকথ্য অত্যাচার।রড দিয়ে পিটিয়ে পায়ে হাটার মতো অবস্থা রাখল না।ইলিকট্রিক সক দিল।এর জন্য তিনি কোন প্রতিবাদ করল না।প্রতিবাদ করল,সহকর্মীদের গ্রেফতারের জন্য।শুরু করলের অনশন।প্রথম আলো গ্রেফতারের পর থেকে খুব খুশী।তাদের পাঠক সংখ্যা আবার বাড়ল বলে।কিন্তু,নোংরামীটা শুরু করল বোদহয়,ক্ষোব থেকে।এই লোক এতো সাহসী।আমরা কেন হতে পাড়লাম না!মাহমুদুর রহমান যখন খুবই অসুস্থ।জীবন মুত্যুর সন্দিক্ষনে।প্রথম আলোতে অনশন করছে সেই রিপোর্টতো দিলই না।উল্টো লিখল,ডাক্তার বলছেন মাহমুদুর রহমান সুস্থ!ডাক্তারটা কে?প্রাণ গোপাল!!
এই দেশে সত্যি বলা আর ভিন্ন মতাবল্বী হওয়াটাই অপরাধ।এই অপরাধে মাহমুদুর রহমান মৃত্যুর মুখে আর আমি হারিয়েছি আমার ৫ বছর পুরোনো ব্লগ আইডি!!
বিষয়: রাজনীতি
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন