সমগ্রদেশ যেন এক কারাগার
লিখেছেন লিখেছেন সাইফ শিহাব ২১ এপ্রিল, ২০১৩, ০৪:৪৪:২৮ বিকাল
প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য, এদেশের শোষিত-বঞ্জিত মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়ে গেল, তাদের আত্মত্যাগের মর্যাদা কি আমরা দিতে পেরেছি? মুক্তিযুদ্ধের সব অবদান ছিনতাই করে যারা আজ এদেশকে অগ্নিগর্ভ বানিয়েছেন, তারা শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে চরম বেইমানী করেছেন। পাহাড় সমান দুর্নীতি করেও তারা আজ চরম দেশপ্রেমিক, আর ঐসব কুকর্মের কথা বলতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মত লোকও হয়ে যায় ব্ঙ্গ রাজাকার। গাঁজা আর মদ ছাড়া যাদের একটি রাতও কাটেনা তারা আজ ২য় মুক্তিযুদ্ধের সংগ্রামী মুক্তিযোদ্ধা। ক্ষমতার দাপটে অন্যায়-অত্যাচার করে একটা সময় পর্যন্ত মসনদে থাকা গেলেও আখেরে বিদায়টা ভালো হয় না। এটাই ইতিহাস। ক্ষমতার দাপটে সত্যকে মিথ্যা বানানো যায় না। তাই সময় থাককত সাবধান হওয়াটাই বুদ্ধিমানের কাজ।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন