স্পিকার এবং আমার মন্তব্য।
লিখেছেন লিখেছেন পৃথিবী থেকে ০১ মে, ২০১৩, ০১:০১:৪১ দুপুর
জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রপতির পর দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ। সংসদে এমনকি প্রধানমন্ত্রীও তাঁকে মাননীয় স্পিকার সম্বোধন করে দাঁড়িয়ে কথা বলেন। একমাত্র স্পিকারই সংসদ অধিবেশনে বসে কথা বলার অধিকার রাখেন। এ থেকেই পদটির সম্মান ও মর্যাদা বোঝা যায়।
শুনছি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার করা হচ্ছে। তাঁর সম্পর্কে আমার কোনো বিদ্বেষ বা অশ্রদ্ধা নেই। তবু সবিনয় বলতে চাই, আমাদের জাতীয় সংসদে তিন, চার বা পাঁচ- ছয় বার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্যও আছেন। সেখানে এই প্রথমবার সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসা শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হলে অনেক সিনিয়র সাংসদের জন্যেই তা বিব্রতকর হতে পারে। তা ছাড়া নারীই যদি নির্বাচনের একমাত্র মাপকাঠি হয়, তাহলেও মতিয়া বা সাজেদা চৌধুরীর মতো একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত প্রবীণ সাংসদরাও আছেন।
রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের সর্বত্র নারীর সম্মান এবং মর্যাদা আরো বাড়ুক, আমরা চাই। কিন্তু কারো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং মেধার চেয়ে লৈঙ্গিক পরিচয় প্রধান হয়ে উঠলে তাতে নারীর সম্মান বাড়ে বলে আমার মনে হয় না।"
জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রপতির পর দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ। সংসদে এমনকি প্রধানমন্ত্রীও তাঁকে মাননীয় স্পিকার সম্বোধন করে দাঁড়িয়ে কথা বলেন। একমাত্র স্পিকারই সংসদ অধিবেশনে বসে কথা বলার অধিকার রাখেন। এ থেকেই পদটির সম্মান ও মর্যাদা বোঝা যায়।
শুনছি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার করা হচ্ছে। তাঁর সম্পর্কে আমার কোনো বিদ্বেষ বা অশ্রদ্ধা নেই। তবু সবিনয় বলতে চাই, আমাদের জাতীয় সংসদে তিন, চার বা পাঁচ- ছয় বার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্যও আছেন। সেখানে এই প্রথমবার সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসা শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হলে অনেক সিনিয়র সাংসদের জন্যেই তা বিব্রতকর হতে পারে। তা ছাড়া নারীই যদি নির্বাচনের একমাত্র মাপকাঠি হয়, তাহলেও মতিয়া বা সাজেদা চৌধুরীর মতো একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত প্রবীণ সাংসদরাও আছেন।
রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের সর্বত্র নারীর সম্মান এবং মর্যাদা আরো বাড়ুক, আমরা চাই। কিন্তু কারো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং মেধার চেয়ে লৈঙ্গিক পরিচয় প্রধান হয়ে উঠলে তাতে নারীর সম্মান বাড়ে বলে আমার মনে হয় না।"
পোস্ট মর্টেম রিপোর্টঃ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদের জন্য মনোনীত। আজ,নির্বাচন ও শপথ।এখানে উল্লেখ্য যে,আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদের জন্য মনোনীত।এবং আজ,নির্বাচন ও শপথ।
বিষয়: রাজনীতি
১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন