রাজনৈতিক টেন্ডেনসি বনাম সাভার ট্রাজেডী
লিখেছেন লিখেছেন পৃথিবী থেকে ২৬ এপ্রিল, ২০১৩, ০১:২৪:২৬ রাত
"ধ্বংস স্তূপের বাহিরে অনেক মানুষ ... হঠাৎ বের হয়ে আসল একটা লাশ ... একজন বোনের লাশ ... হাতের মধ্যে সাদা কাগজে ২ লাইন লেখাঃ---
"আম্মা-আব্বা আমারে মাফ কইরা দিউ তোমাগোরে আর ঔষুধ কিনে দিতে পারবনা। ভাই তুই আম্মা আব্বার দিকে খেয়াল রাখিছ"
হতভাগা মা চিঠি আর মেয়ের ছবি নিয়ে একটু কাঁদছে আর বেহুঁশ পড়ছে ... এরকম দৃশ্য দেখার পরে আর কোন মানুষ হয়ত চোখের পানি টুকু আটকিয়ে রাখতে পারবেনা !!
"ভাই আমার মাকে বইলেন,আমাকে মাফ করে দিতে,আমার বাড়ি পিরোজপুর ,হুলার হাট। ভাই আমি মারা গেলে লাশ টা বাড়িতে পাঠাইয়েন !!"
"ভাই দরকার হলে আমার পা কেটে বের করেন,তবুও আমাকে বাচান,আমি আর এই যন্ত্রনা সইতে পারিনা !!"
"ভাই আমাকে একটা হাতুড়ে দেন,আমি নিজেকে বের করতে পারব… !!"
"শ্বাস নিতে পারছিনা,লাশের গন্ধে মারা যাবো,ভাই একটু অক্সিজেন আনতে পারবেন !!"
"ভাই আমাকে এখান থেকে বের করেন,আমার একটা ২ বছরের ছেলে আছে,ওর জন্য আমাকে বাচান,ওরে দুধ খাওয়াতে হবে !!"
চাপা পড়া মানুষের এই আকুতিগুলা চোখকে ঝাপসা করে দেয় !!
...... ...... ......
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
আর রসিকতা করবো না ... একটা বার চোখ দুইটা বন্ধ করেন ... কল্পনা করেন, আপনি চাপা পড়া একজন কর্মীর বাবা ... একটা বার একটু কল্পনা করেন, আপনার ভাই চাপা পড়ে কাঁদছে !!
মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী,
একটাবার একটু ভাবুন, আপনার ছেলেটার বুকের উপর হাজার কেজি ওজনের একটা পাথর ... সে নিঃশ্বাস নিতে পারছে না !!
'রাজনৈতিক নেতা' হয়ে তো অনেক দিন রইলেন ... এবার একটু 'মানুষ' হয়েই দেখুন !!"
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন