বাঙালীর আবার আত্নসম্মান বেশী!!!

লিখেছেন লিখেছেন আত্নার আত্নীয় ৩০ এপ্রিল, ২০১৩, ১২:০৭:৩৯ রাত

সৈয়দ মুজতবা আলীর একটা বইয়ে পড়েছিলাম ফ্রান্সে নাকি ফারসীর বদলে কোন ভীনদেশী ইংরজী বললে ফারসীরা চরম অসহযোগীতা করে,তারা চায় না তাদের দেশে তাদের ভাষা ছাড়া অন্য কোন ভাষার চর্চা হোক,

আর আমরা বাঙালীরা ঠিক তার উল্টো,দুইটা ইংরেজী শব্দ কইতে পারলেই হিরো হিরো ভাব চলে আসে,

আমার এই লেখার কারনটা হচ্ছে আজকের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় টেষ্ট, পুরষ্কার বিতরনী আমি দেখিনি,একজনের কাছ থেকে শুনলাম সিরিজ সেরা পুরষ্কার নিতে ইংরেজী বলতে গিয়ে নাকি বিব্রত হয়েছেন রবিউল,সাথে সাথে মনে পড়ে গেল আফতাব আহমেদের কথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচে, ম্যাচ সেরা পুরষ্কার নিতে ইংরেজী বলতে গিয়ে চরম বিব্রত হয়েছিলেন দেশের মাঠিতে,

বাঙলা আমার মাতৃভাষা,আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজী জানলে ভাল,কিন্তু একজন খেলোয়ারের জন্য ইংরেজী না জানা অপরাধ না,ইনজামাম সহ আরও অনেকেই নিজ ভাষায় কথা বলেছেন সব জায়গায়,

কিন্তু রবিউল,আফতাব দের সমস্যা কি বাংলা বলতে? খালি খালি ইংরেজী বলতে গিয়ে কেন বিব্রত হবেন?

বাঙালীর তো আত্নসম্মান বেশী,ইংরেজী বললে না পারলে তো সব যায়,

by-"আত্নার আত্নীয়"

facebook e ami-https://m.facebook.com/mdfahim.islam.18?refid=7

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File