ক্ষমা করে দিও "মা"-আমি বড়ই অকৃতজ্ঞ

লিখেছেন লিখেছেন আত্নার আত্নীয় ২৩ এপ্রিল, ২০১৩, ১০:৪৪:৪৩ রাত

ক্ষমা করে দিও" মা"-তুমার ছেলে বড়ই অকৃতজ্ঞ

মায়ের সাথে কথা হলে মাঝে মধ্যেই মা অভিযোগ করেন, ফোন দেস না কেন?

পরীক্ষা ছিল,ক্লাস ছিল মা, এসব বলে অভিযোগ পাশ কাটিয়ে যাই,মা বুঝেন ছেলে অনেক ব্যস্ত ,সারা দিন খুব কষ্ট করে…

তাই খুব অস্তিরতা নিয়ে জিজ্ঞাসা করেন খেয়েছিস কিনা? কি খেয়েছিস?আমি খুব সহজে অসুস্হ হই তাই মায়ের আরেকটা কমন প্রশ্ন হল তর শরীর ভাল তো?

এরকম শত শত জিজ্ঞাসা বাদ চলে প্রতি বার কথা হলে.…

কিন্তু একবারও মাকে বলা হয় না মা তুমাকে ভালবাসি,

গর্ভে ধারন থেকে শুরু কেরে আজ পর্যন্ত আমাকে বড় তুলতে তুমার অবদানই বেশি,কি কষ্ট,ই না করেছে সারা জীবন আমার জন্য,তবুও সময় মত তুমার খোঁজ খবর নিতে পারি না,সরি মা,আমি বড়ই অকৃতজ্ঞ,তুমাকে একটা ফোন দিতে পারি না,

সত্যি মা আমরা বড়ই অকৃতজ্ঞ, তুমার কত স্বপ্ন আমাদের নিয়ে,ছেলে বড় হবে, মানুষের মত মানুষ হবে,মা হিসেবে তুমার গর্ব হবে,

তার কতটুকুই আমরা পূরন করার চেষ্টা করি? খুব বেশী একটা করি না,তুমার কষ্টের দান দিতে আমরা জানি না,

আমরা বড়ই অকৃতজ্ঞ,ক্ষামা করে দিও মা…

me in facebook..

https://m.facebook.com/mdfahim.islam.18?refid=7

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File