ফরিদপুরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
লিখেছেন লিখেছেন আত্নার আত্নীয় ২০ এপ্রিল, ২০১৩, ০৮:২৯:২১ রাত
হেফাজতে ইসলামের মহাসমাবেশ ফরিদপুর…
সকাল সাড়ে এগারটায় আমি বের হয়েছিলাম হেফাজতের মহাসমাবেশে,বাসা থেকে এক ছোট ভাই কে নিয়ে হেঁটেই রওনা দিয়েছিলাম,লোকাল রোড থেকে মেইন রোডে উঠার পরই বেশ কয়েক জায়গা থেকে ডাক পেলাম ভাই পানি আছে,ওযু করে যান, আবার বেশ কয়েক জায়গায় দেখলাম লোকজন খাবার পানি নিয়ে অপেক্ষা করছে হেফাজত কর্মীদের জন্য,এক জায়গায় দেখলাম লোকজন মাইকে বলছে ভাইয়ের অন্তত এক গ্লাস পানি খেয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন,কয়েক জায়গায় দেখলাম হালকা খাবার নিয়ে বসে আছে লোকজন,খাবার ভর্তি কয়েকটা ট্রাক ও দেখলাম,রাস্তার পাশে অনেকে আবার প্লেকার্ড লাগিয়ে রেখেছে,যেখানে লিখা কোটি মুসলমানের প্রানের দাবি " নাস্তিকদের ফাঁসি চাই" বিভিন্ন এলাকায় হামলার হুমকী দিয়েছিল আম্লীগ তাই জাতীয় পাতাকা ও কালেমার পতাকার সাথে সাথে বাঁশ ও নিয়ে এসেছিল তৌহিদী জনতা,তবে সবচেয়ে বড় যে জিনিসটি আমি মানুষের মধ্যে দেখেছি সেটা হল আল্লাহ,ইসলাম,ও রাসূলের(সঃ) প্রতি মানুষের ভালবাসা,এমন আবেগ আমি আগে কখনও দেখিনি,আমার কাছে মনে হয়েছে ফরিদপুরের সবাই যেন এক সাথে জেগে উঠেছে তাদের রাসূলের(সঃ) অপমানের বদলা নিতে,তাই সবার মুখে ছিল একই দাবি,
"নাস্তিকদের চাই ফাঁসি"
মহাসমাবেশ থেকে- "আত্নার আত্নীয়"
me in facebook..
https://m.facebook.com/mdfahim.islam.18?refid=52
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন