ক্যানো এই গরীবের জন্ম ........................

লিখেছেন লিখেছেন ধূমকেতু ২৭ এপ্রিল, ২০১৩, ০২:১৬:০৩ দুপুর

একটা সাধারন জরিপ ।

১।এয়ারপোর্ট এর নাম পরিবর্তন =৪০০ কোটি টাকা খরচ ।

২।উপজেলা চেয়ারম্যান দের পাজেরো গাড়ি =৩২৬ কোটি।

৩।চুরি যাওয়া টাকা =৪০০ কোটি। ...... এটা কোন বড় ব্যাপার না ...। অর্থমন্ত্রী ।

মোট ১১২৬ কোটি...সুধু মাত্র তিন টা ঘটনা ।

সাভার ট্র্যাজেডি তে যদি ৫০০০ গরিব ভুক্তভোগী হয়ে থাকে , তাদের ২০০০০ টাকা করে দেয়ার পরামর্শ সরকারের । মোট খরচ দশ কোটি । যেখানে প্রধান মন্ত্রীর দৈনিক নাস্তা খরচ ২ লাখ ।

হায়রে দেশ , কোথায় বাস করি নিজেই উপলব্ধি করতে পারি ।

আজ থেকে কোন গরিব ঘরে আর কোন বাচ্চা জন্মানোর দরকার নেই।বাংলাদেশে কোনও গরীবের জায়গা নেই।এই গরিব রা দিনরাত পোশাক শিল্পে কাজ করে জীবিকা চালাবে ক্যানও।

তোরা গরিব , তোদের বাঁচার কোন অধিকার নেই । এখন থেকে কোন গরিব ঘরে বাচ্চা জন্মালে তাকে সাথে সাথে গলা টিপে মেরে ফেলুন । এই গরিব রা বাংলাদেশের ধনীদের পরার জন্য পোশাক ক্যানও বানাবে। তোরা গরিব ,তোদের বানানো পোশাক এখন থেকে আর কোন ধনি বাংলাদেশি পরবে না । তোরা গরিব , তোদের জীবনের মূল্য ২০০০০ টাকা ।

একজন মা তার একমাত্র সন্তানের লাশ নিয়ে যাবে ঢাকা থেকে বাড়িতে । খরচ ৩০০০০ টাকা ।

সন্তানের লাশ বাড়িতে নিতে এখনো আরও দশ হাজার টাকা কম ।

এই গরিব মায়েদের প্রতি পরামর্শ, মা গো কি করবা তোমার একমাত্র সন্তানের লাশ বাড়িতে নিয়ে । ওকে ছেরে দাও কোন রাজনৈতিক সোহেল রানা কিংবা তার কোন সহযোগীর খাদ্য হিসেবে ।

লেখার আর কোন ভাষা নাই । জাতি এখন বাক রুদ্ধ হওয়ার পথে । তবুও থামেনি কারো হাঁসি থামেনি গান বাজনা আর অনুষ্ঠানের ধুম ।

সরকারের দিকে তাকিয়ে আজ পুরো জাতি । দেখবো গরিব বলে তাদের আর কতো অবহেলা সহ্য করতে হয় ।

বিষয়: বিবিধ

১৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File