এ পরিণতির জন্য তোরা নিজেরাই দায়ী
লিখেছেন লিখেছেন পদাতিক ১১ মে, ২০১৩, ০১:১৯:৫৮ রাত
কি **লটা জানস তোরা ? যার (সমাজের তথাকথিত উঁচু শ্রেণী) থেকে লীল্লাহ খাছ আবার তার বিরুদ্ধে মুখ লাড়াছ ! পরিশ্রমের রুটির চেয়ে যখন দান খয়রাতের রুটিতে তোদের বেশী মজা লাগে তখন পরিণতি এমন হওয়াটাই স্বাভাবিক । রাসূলের হাদীস পড়ছ নাই "নীচের হাতের চেয়ে উপরের হাত উত্তম" ! অর্থাত্ গ্রহীতার চেয়ে দাতা মর্যাদাবান । পড়ছ নাই ? এখন দোষ দেছ রাষ্ট্রের ! সমাজের ? রাষ্ট্র তোদেরকে দূরে ঠেলে দেয় নাই তোরাই রাষ্ট্ররে লাথি মারছস । সবাই যেখানে রাষ্ট্রের কাছে করুণা ভিক্ষা করে সেখানে তোরা রাষ্ট্রকেই স্পর্ধা দেখাস ? বলছ তোমার সহায়তার দরকার নাই তোমার সহায়তা ছাড়াই আমরা চলতে পারি । আমি বলি রাষ্ট্র পরিচালনায় কি তোদের বাপ চাচারা ট্যাক্স দেয় না ? ওরা যখন ট্যাক্সই দেয় তখন ঐ ট্যাক্সের ভাগ নিজ থেকে কেন অস্বীকার করছ ? মানলাম রাষ্ট্র তার কিছু নীতি তোদের উপর চাপিয়ে দিতে চায় তাই বলে সব প্রাপ্য সব কিছু থেকে মুখ ফিরিয়ে রাখবি ! সবকিছু আপডেট হয় কিন্তু তোদের সিলেবাস আর আপডেট হয়না মনে করছ দুনিয়া এখনও সপ্তম শতাব্দীতে স্থির ! আখেরাত নিয়া এতটাই মশগুল হইছছ যে দুনিয়া এখন শয়তানের হাতে । অথচ তোরা ঠিকি পড়ছ দুনিয়া হল আখেরাতের শষ্যক্ষেত্র । আর সেই শষ্যক্ষেত্র চোরের হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছেড়ে দিয়ে আবার ফসল পাবার স্বপ্ন দেখছ ! আরে বেকুব যে নিজে থেকে কুপমন্ডুকতায় পড়ে থাকতে চায় তাকে উদ্ধার করার গড়জ কার পড়ছে ? দোষ তোদের না দোষ ঐ সব বলদদের যারা যুগের সাথে তাদের চিন্তার সংযোগ করতে পারে নাই । আর তোদেরকেও সংযুক্ত হতে দেয় নাই ।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন