পৃথিবীর সবচে’ সুখী নারী-২
লিখেছেন লিখেছেন ভিনদেশী ২৮ মে, ২০১৩, ০৩:১৩:২২ রাত
পৃথিবীর সবচে’ সুখী নারী- মূলঃ ড. আয়েজ আল ক্বারনী
আদুরে বোন আমার,
এ বইতে তুমি পাবে,
মহান আল্লাহ তা’য়ালা জ্ঞানগর্ব বাণী!
নবীজীর সত্যনিষ্ট্য মূল্যবান কথামালা!
যুগের কবিদের ভাবসৃষ্টিকারী কাব্যাংশ!
গুণীজনদের বস্তুনিষ্ট চিন্তাধারা ও বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতা!!
বোন আমার,
এ জীবন ডাইরী তুমি পড়তে পারো, দুঃখ-ব্যাথ্যার লেশ-ছিহ্নকে তাড়াতে,,
অদিৃশ্য দুঃচিন্তাকে ধাওয়া করতে,,
ভয়াল দুঃস্বপ্নকে দূর করতে,,,
এ বই তোমাকে সাহায্য করতে পারে,
কাল্পনা ও সন্দেহের জগত থেকে মুক্ত করতে...
এ বই তোমাকে দেখাতে পারে,
ইমান ভূমির পথ!
সৌভাগ্যের বাগিচার!
আনন্দ ও ভালবাসা উদ্যানের!!
আল্লাহ তা’য়ালা যেন নিজ বধান্যতা ও অনুগ্রহে তোমাকে ভাগ্যবতী করেন
আমি এ বইয়ের পাতায়-পাতায় তোমার জন্য সংগ্রহ করেছি,
জীবনকে আলোকিত করার মূল্যবান উপাদান,,,
যা দিয়ে তুমি নিজেকে চমৎকৃত করতে পার!
তাতে তোমার জন্য রয়েছে,
সৌন্দর্যের আভা!
রূপের আকর্ষণ!
সত্যের আলো,,
যা বাস্তবিক বিবেচনায় সোনার ঝলক ও রূপার দীপ্তিকে ছেড়ে যাবে,,,
চলবে,,,
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন