এই দেশে সেটা ৭ কেন হাজার খানেক খুন করার জন্যে লাইসেন্সের মত....
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ০৬ জুন, ২০১৪, ০৯:৫০:০৪ সকাল
আরিফ ও রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দীতে নাম এসেছে কর্নেল জিয়ার। এই সেই কর্নেল জিয়া যে কিনা বলেছিল, “ নজরুল হত্যায় শহীদ চেয়ারম্যান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
তারপর আসলো তারেক সাঈদের নাম ! তবে সে কি বলছে আদালতে সেটা দেখুন-
গত শুক্রবার যখন তারেক সাঈদকে আদালতে আনা হয় তখন তিনি বলেছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান !!!!
এক আইনজীবী পরে বলছিলেন-
" আমরা কাগজে-কলমে দেখতে পেলাম তারেক সাঈদের বাবা কর্নেল থাকা অবস্থায় মানুষকে হয়রানি করতে ৩৭টি মামলা করেছেন। সেই ঘরের সন্তান তিনি। তিনি মিথ্যা বলেছেন। তিনি পেশাদার খুনি বলেই এত বড় কিলিং মিশন সম্পন্ন করেছেন। তাঁর পরিবারের দ্বারা বহু মানুষ সর্বস্ব হারিয়েছে। "
অবশ্য তারেকের কি দোষ, মন্ত্রীর মেয়ের জামাই !
এই দেশে সেটা ৭ কেন হাজার খানেক খুন করার জন্যে লাইসেন্সের মত....
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন