ফেসবুকে ফ্রেন্ডের পরিচয়......

লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ২৬ জুলাই, ২০১৩, ১২:৫৫:২২ রাত

আমি কোন রাজনীতি করি না। তবে রাজনৈতিক বিষয় গুলু নিজের মত করে সমালোচনা করতে ভালো লাগে। যেইটা আমার নিজের কাছে সত্য ও যুক্তি যুক্ত বলে মনে হয়, আমি ওইটাই আমার স্ট্যাটাস এ লিখি। আমার স্ট্যাটাস দেখে কেউ কেউ বলে আমি নাকি জামাত-বি এন পি ঘেঁষা। এইটা আপনার সম্পূর্ণ ভুল ধারনা। আমার স্ট্যাটাস দেখে কারো যদি আতে ঘা লাগে তাইলে আমার কিছু করার নাই আর আমি ধরে নিব আপনার সত্য হজম করার ক্ষমতা নাই।

আজকে এত গুলা কথা বললাম এই কারনে আমার একজন ফ্রেন্ড আছে উনি নিজেরে ছাত্র লীগের নেতা বইলা পরিচয় দেয়। উনি ছাত্র লীগের কি এইটা নিয়া আমার যথেষ্ট সন্দেহ আছে। কারন আমাদের বন্ধু মহলে উনার চাপা বাজিতে বেশ সুনাম আছে। উনি সব সময় বড় বড় কথা বলতে পছন্দ করেন, কিন্তু কাজের সময় ওনারে খুজে পাওয়া বেশ মুশকিল। কালকে দেখলাম উনি আমারে আনফ্রেন্ড করছে। বন্ধুত্তের মাঝে আমি এই রাজনৈতিক মতবাদ টা আশা করি নাই। সবশেষে বলতে ইচ্ছা করতেছে “ তুই তো মানুষ না, তুই আওয়ামীলীগ” এই জন্য এইটা করতে পারলি।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File