নিজের লুঙ্গি সামলান, তারপরে অন্যের টা টানেন। আর সামলাইতে না পারলে চক্ষু বন্ধ করে রাখেন!
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ১৮ জুন, ২০১৩, ০৭:৪৬:০৩ সন্ধ্যা
আন্দালিব রহমান পার্থ যেই জাতীয় সংসদে দাড়িয়ে পুরো জাতির সামনে কিছু মানুষের লুঙ্গি খুলে দিলেন শুরু হয়ে গেল জ্বলন, লেগে গেলেন তার পিছনে। তার বাবা কি করেছিল, সে কার টাকায় ব্যারিস্টারি পরলো, নানান অভিযোগ!
এইগুলো কি এতদিন জানতেন না? তাহলে আগে বলেন নাই কেন? যেই মান-ইজ্জত নিয়া টানাটানি শুরু হয়ে গেল তখন এইসব বলার মানে কি? নিজের চুরি ঢাকার জন্য আরেকজনকে চোর সাজিয়ে দায় এড়িয়ে যাবেন! সেই দিন আর নাই!
তার চেয়ে আগে নিজের লুঙ্গি সামলান, তারপরে অন্যের টা টানেন। আর সামলাইতে না পারলে চক্ষু বন্ধ করে রাখেন! তাহলে কেউ দেখে নাই ভেবে লজ্জা একটু হলেও কম পাবেন!
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন