মুন্নি সাহার সমস্যা কোথায়?
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ২৬ এপ্রিল, ২০১৩, ০৯:৫৬:৩৮ রাত
সময় থাকতে পিউর হন !!!!! এই বিপদের দিনেও হেফাজত আর আওয়ামীলীগ !!!! আপনারে কি বলিয়া গালি দিমু????
এটিএন নিউজ দেখছিলাম। মুন্নি সাহা বার বার অভিযোগ করছে হেফাজতে ইসলামের লোকেরা সাদা কাপড় মাথায় দিয়ে, কাউকে জীবিত ও মৃত উদ্ধার করা গেলে লা- ইলাহা-ইল্লাল্লাহ বলে শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
এরা উদ্ধার করার নামে জিনিস পত্র চুরি করতে এসে থাকতে পারে বলেও আশংকা প্রকাশ করছে। (We all know she is a Sick Bastard)
এক আর্মি অফিসারকেও সে সাদা কাপড় মাথায় দেয়া লোকদের বের করে দিতে অনুরোধ জানালো। অফিসার বললেন তারা সাধারন মানুষ, সহায়তা করতে এসেছেন। কোন সমস্যা তৈরি করছেন না।
মুন্নী সাহা মহিলাটা সারাজীবন বুদ্ধি প্রতিবন্ধী হয়েই থাকবেন।
আড়াই দিন রানা প্লাজার অন্ধকার প্রকোষ্ঠে অক্সিজেন বহির্ভুত মৃত্যুকূপে বন্দি থাকার পর কিছুক্ষণ আগে ফিরেছেন কয়েকজন অর্ধমৃত মানুষ। আর এই মহিলা চ্যানেলের মাইক্রোফোন হাতে দাড়িয়ে পড়লেন একজন অর্ধমৃত মানুষের সামনে। বেকুবের মতো জানতে চাইলেন 'এখন আপনার অনুভূতি কি?'
এই কাণ্ডটা তিনি বিডিআর হত্যাকাণ্ডের সময়ও করেছিলেন।
মুন্নি সাহার সমস্যা কোথায়?
উত্তরঃ আপনারা দেন......
BANGLA SMS
বিষয়: বিবিধ
১৭৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন