প্রসঙ্গ ; নারীর মর্যাদা ....................
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ০৬ জুন, ২০১৩, ০১:১২:৫৩ রাত
"নারীর মর্যাদা নিশ্চিত হয়েছিলো যাদের হাতে, লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ০৫ জুন, ২০১৩, ১১:০৩:৩৬ রাত, আমাদের টুডে ব্লগে"। এখানে দেখুন : Click this link
আমাদের টুডে ব্লগের সু-লেখিকা নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা'র ঐ পোষ্টে আমার দুটি মন্তব্য ছিল। যা আমি একটি পোষ্ট আকারে সবার সাথে শেয়ার করছি।
মন্তব্য ১ :
নিচের হাদিসটির ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ।
FROM SAHIH BUKHARI - VOLUME 9, #506:
Narrated Abu Said Al-Khudri that during the battle with Bani Al-Mustaliq they (Muslims) captured some females and intended to have sex with them without impregnating them. So they asked the prophet about coitus interruptus. The prophet said, "It is better that you should not do it, for Allah has written whom He is going to create till the Day of Resurrection". Qaza'a said, "I heard Abu Said saying that the prophet said, "No soul is ordained to be created but Allah will create it."
(also ref. Bukhari 5:459).
মন্তব্য ২ :
@ নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা একজন নারী হয়ে আপনি মনে করেন যে এদের হাত ধরেই নারীর মর্যাদা এসেছে??
মালিকের মুয়াত্তা হাদিস ২.২৩.৯০:
ইয়াহিয়া—মালিক—নাফি থেকে। ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল।
মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।
এরপর মালিককে জিজ্ঞাসা করা হল। এক ব্যক্তি সঙ্গম করল এবং জুনুব হয়ে গেল। তার কাছে পানি আনা হল গোসলের জন্য। সে ভুলে গেল গোসল করতে। পানি উত্তপ্ত না শীতল তা জনার জন্যে সে তার আঙ্গুল ডুবিয়ে দিল পানির মাঝে। মালিক উত্তর দিলেন: তার আঙ্গুলে যদি কোন ময়লা না থাকে তবে আমার মনে হয় না ঐ পানিকে দুষিত বলা যাবে।
বিষয়: বিবিধ
১৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন