ধর্মের নেয়ামত নয়, নারী তার অধীকার নিয়ে বেঁচে থাকবে।

লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ০৪ জুন, ২০১৩, ০২:১৫:২৮ রাত

যে অধীকার দেয়নি কেউ! লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০১ জুন, ২০১৩, ০২:১১:২৭ দুপুর, আমাদের টুডে ব্লগে এখানে ; Click this link

৭ শতকের আরব বেদুইন যুগের মুর্খতা ধরে বসে থাকলে হবে না। আজকের নারী সুশিক্ষিত, সভ্য এবং বিজ্ঞানময়। ধর্মের নেয়ামত নয়, নারী তার অধীকার নিয়েই বেঁচে থাকবে। ডাঃ হাবিবুর রহমান সাহেবের ৯টি প্রশ্নের জবাব।

১। মোহরানার নামে নারী-দাসী-গনিমত কেনা-বেচা-ভোগ-প্রহার(সুরা, ৪/২৪, ৪/৩৪, ২৩/৫-৬, ৩৩/৫০) বন্ধ করে নারী-পুরুষের আন্তর্জাতিক স্বিকৃত সমঅধিকার নিশ্চিত করতে হবে।

২। নাবালিকা ছেলে/কণ্যার আভিভাবকত্ব(child custody) তে বাবা-মার সমান অধিকার থাকতে হবে।

৩। ধর্মের নির্বোধ অথর্ব পরনির্ভরশীল নারী নয়, নারীকে সমহিমায় ক্ষমতায়ন, সুশিক্ষিত ও স্বাবলম্বী হতে হবে।

৪। সম্পদের উত্তরাধীকারে ধর্মের জিলেপিরপ্যাচ(বানরের পিঠাভাগ)দরকার নেই। নারী-পুরুষের ৫০/৫০ অধিকার নিশ্চিত করতে হবে।

৫। ধর্মের Honer Killing(সুরা ৪/১৫, ৩৩/৩৩, Bukhari: Volume 7, Book 63, Sahi Muslim No. 4206)এর নামে নারী খুঁন করার বৈধতা বেআইনী ঘোষণা করতে হবে।

৬। ইসলাম যুদ্ধবন্ধি বিবাহিত/বিধবা নারীর সাথে বিকৃত-রুচির যৌনতা অনুমতি দেয়(সুরা ২৩/১-৬, ৩৩/৫০-৫২, Sahih Muslim, Book 8, Number 3432.......কয়েকটি উদাহরন দেয়া হল মাত্র))

৭। "পুরুষের অধিক বিবাহের ব্যাপারে বাধা দেওয়া উচিত নয়" (Sahih Bukhari 8:77:598), নারীরা হচ্ছে কুকুরের সমতুল্য (Sahih Bukhari 1:9:490, 1:9:493), নারীরা ভালোবাসার অযোগ্য" (সহি বুখারি 7:62:17), ইসলাম বলছে: স্ত্রী বন্ধক রাখা যায় (Sahih Bukhari 5:59:369, নারী শয়তানের প্রতিরূপ, যাদের দেখার সাথেই স্ত্রীর সাথে এসে যৌন সংসর্গ ক্রয়া উচিত" (Sahih Muslim 8:3240, 3242), নারীতে নিহিত আছে যাবতীয় খারাপ" (Sahih Bukhari 4:52:110, "নারীরা বিশ্বাস ঘাতক" (Sahih Bukhari 4:55:547), "নারীবাদী এবং নারীরা বুদ্ধিহীন" (Sahih Bukhari 2:24:541)............

৮। ইসলাম নারীকে গৃহ অভ্যন্তরে গৃহবন্ধী থাকার কঠর নির্দ্দেশ দিয়েছে। নারীর স্বাধীন চলাফেরা ইসলাম ধর্মে নিষিদ্ধ "তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে"-- সুরা ৩৩/৩৩।

৯। ইসলাম ধর্মে নিরীহ অসহায় দাসী, যুদ্ধবন্ধি নারী দের সাথে মুমিনের অবাধ যৌনতা অতিস্কারযোগ্য।

বিষয়: বিবিধ

২০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File