ছাগুদের তথাকতিথ "আজান ফুল"
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ২৪ মে, ২০১৩, ০২:৫১:৫৬ রাত
আমাদের টুডেব্লগে "এমন ফুল যা শুধু আজানের শব্দ শুনলেই ফুটে" এই শিরনামে একটি পোষ্ট লিখেছেন প্রিন্সিপাল ২৩ মে, ২০১৩, ১০:১৬:২০ রাত। এখানে দেখুন : Click this link
লেখক ভাই তার মূল-পোষ্টে বলতে চেয়েছেন এটি এমনই একটি ফুল যা নাকি শুধু আজানের আওয়াজেই ফুটে। আর যায় কোথায় ; পোষ্ট দেয়ার সাথেসাথেই মগবাজারী ছাগুদের জিকির-আসকার শুরু হয়ে যায়। লেখক সাহেব কিন্তু উল্লেখ করেন্নি কোন ওয়াক্তের আজানের আওয়াজে তা ফুটে। এটি কিন্তু শুধু সন্ধে বেলায় সুর্যাস্তের সময়ই কেবল ফুটে, অথাত মাগরেবের আজানের সময়। আসল কথা হল এটি এমনই একটি ফুল যা শুধু সন্ধা বেলায় ফুটে, ইরেজীতে যাকে বলা হয় "common evening primrose" পৃথিবীর বিভিন্ন স্হানে এই primrose সন্ধে বেলায় ফুটে, এমন কি যেখানে জীবনেও আজান দেয়া হয় না, তারপরও ফুটে। তথাকতিথ এই আজান ফুল নিয়ে তুরস্কের কিছু মানুষের কৌতহলি(কুসংস্কার) এ বিষয়টি নিয়ে গল্প আকারে কোন মন্তব্য ছাড়াই cnn প্রচার করে।
এখন প্রশ্ন হল এই ফুল যদি শুধু আজানের আওয়াজেই ফুটবে তো, ফজর, জোহর, আসর বা এশার আজানের আওয়াজে তা ফুটবেনা কেন? প্রকৃত ঘটনা হছ্ছে evening primrose সন্ধে বেলায় ফুটে। তখন মুসলিম প্রধান দেশে বিভিন্ন মসজিদ থেকে একের পর এক মাগরেবের আজান চলতে থেকে। এতে প্রায় ১০-১৫ মিনিট সময় লেগে যায়। আর এটিই ঐ বিশেষ ফুলটি ফুটার সময়। এর সাথে আজানের দুরতম কোন সম্পর্ক নেই।
HAPPY SUMMER! (Evening Primrose Blooming) কি সুন্দর ভাবে ফুটছে, শিশুরা তা অবলকন করছে (আজান কই???) এখানে দেখুন : Click this link
নিচের লিংকে দেখুন গিটারের সুরের মুর্ছনায় সন্ধে বেলায় কি সুন্দর ভাবে evening primrose ফুটছে(আজান কই????)।
এখানে দেখুন ; Click this link
বিষয়: বিবিধ
২৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন