হেফাজতের গজব কবলিত মৃত্যুঞ্জয়ী বেপর্দানারী রেশমা।
লিখেছেন লিখেছেন ভিক্টোরিয়া ১৪ মে, ২০১৩, ০২:৪৮:১৬ রাত
সাভার রানাপ্লাজার মানবিক বিপর্যয়কে বেপর্দা মাইয়্যাদের উপর খোদাই-গজব ফাতোয়া দিয়ে হেফাজতীরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছেন।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) করিডরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেশমা জানান মৃত্যুপুরীতে ১৭ দিন ধ্বংসস্তূপে অবস্থানকালে কখনোই সাহস হারাননি। রেশমা জানান, সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে এক বোতল পানি ও চার পিস বিস্কুট পেয়েছিলেন, তাই খেয়ে বেচে ছিলেন।
মাছের গায়ে, ব্যাঙের গায়ে অথবা মাংসের গায়ে "আল্লাহু লেখা কুদরত" এ হেফাজতীরা ঈমান আনলেও কিন্তু মেশমার অলৌকিক বেঁচে থাকার উপর কিছুতেই ঈমান আনতে পারছে না।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন