ছিনতাই চাঁদাবাজি আর অবৈধ বাবসায় রমরমা মিরপুর ১০

লিখেছেন লিখেছেন রোহান ২৬ মে, ২০১৩, ১২:৫৯:১৪ রাত



জনবহুল এলাকা মিরপুর গোল চত্বর থেকে ১০০ মিটার পূর্বে মিরপুর আইডিয়াল গার্লস স্কুল & কলেজ । প্রতিদিন হাজার মানুষের আনাগোনা এই পথে ।আর এই পথেই স্কুল এর আশে পাশে চলে অভিনব কায়দায় ছিনতাই । এই স্কুল এর আশে পাশেই এদের ঘোরাফেরা । এরা নিজেদের স্থানীয় হিসেবে পরিচয় দিয়ে থাকে । জিবন , মধু , আরিফ , লাবলু আর অনেকে। ওরা এমন একটা দল যে সব সমায় চা এর দোকান এবং চটপটির দোকানের আস পাস দিয়েই থাকে, সমায় মত কাজ সেরে নেয় , ওরা দলে প্রায় ৪/৫ জন থাকে , ওরা বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর ছেলে গুলোকে এতাক করে থাকে , এক জন হটাত করে এসে বলবে ভাই তোমার কাসে কোন মোবাইল আছে ? দাউ ত প্লিস আমি জররি একটা কল দিব আমার মোবাইল এ টাকা নাই , মোবাইল টা দিয়ার পর অনাসয়ে কথা বলতে বলতে চলে যাবে , মোবাইল ফিরদ চাইলেই মার খেতে হয় ,এবং এটা ও বলে দিয়া হয় পুনরায় যেন এই এলাকায় না দেখি, এরা প্রতিদিনই এই সব কাজ করে যাচ্ছে আমি নিজেই কথা গুলোর সত্যতা পাই , আমার সামনেই এমন টা ঘটে ২৫-০৫-১৩ সমায় বিকেল ৪,১৬ মিনিটে ,ওঁদের সহায়তা কারি একটা ইয়ামাহা মোটর সাইকেল ও আছে , আমার উপস্থিতি টের পেয়ে সাথে সাথেই ২ জন মোটর সাইকেল নিয়ে অই স্থান ত্যাগ করেন , যদিও তার একটু পাশে এক পুলিশ কনস্টাবল এর দেখা মিল্ল , আর পুলিশ এর ভাব দেখে বুঝা গেল বেচারা ঘুমে ছিল সে কিছুই বুজে নাই , বাবুজি কিছুই বুজে না বেচারা নতুন

বিষয়টা সম্পর্কে আরও স্পষ্ট হওয়ার জন্য এক দোকানদার রহিম ( ছদ্ম নাম ) এর সুত্র ধরে বেরিয়ে আশে কিছু চাঞ্চল্যকর তথ্য - সে জানায় জিবন এই গ্রুপ এর প্রধান , জিবন এর কথা মতই সব হয় , যে যায় করুক জিবন এর কাসে সব টাকা দিতে হয় , আর জিবন গ্রুপ শুধু মোবাইল ছিনতাই করেই সিমাবদ্ধ থাকে না, ওঁদের আছে আরও অবৈধ বাবসা , আশে পাসের দোকান গুল থেকে প্রতিদিন ৩/৪ হাজার টাকা চাদা আদায় করা হয়, ওঁদের গ্রুপ টা এখন অনেক বড় ,চাদা আদায়ের কাজ টা মধু করে থাকে , মোবাইল ছিন্তায়ের কাজটা লাবলু করে থাকে, জিবন প্রতি দিন ফিল্ডে আশে না । এই সব দেখার পর ও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে , গোপন সুত্রে জানা যায় এই নিরবের কারন , মোটা অংকের একটা ভাগ পেয়ে থাকে এই জিবন গ্রুপ থেকে,

জিবন গ্রুপ এর এক সদস্যার গোপন সুত্র ধরে জানা যায় জিবন শুধু ছিনতাই আর চাঁদাবাজি করেই থেমে নাই তার আছে ইয়াবা, ফেঞ্ছিডেল,গাজা সহ মদের বাবসা , তার দলের সদস্য সংখ্যা এখন ২ শ এর উপরে , তার কাসে জানতে চাই যে তুমি এই গ্রুপে থাকার কারন কি ? সে জানায় এই গ্রুপে থাকলে ওঁদের অত্যাচার থেকে একটু মুক্তি পাওয়া যায়

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File