তাজাকিস্তানে দাঁড়ি-হিজাবের পর এবার আরবি নামও নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১০ মে, ২০১৫, ০৪:১৪:৪০ বিকাল
"তাজাকিস্তানে দাঁড়ি-হিজাবের পর এবার আরবি নামও নিষিদ্ধ" এই শিরোনামটা দেখার পর তাজাকিস্তান সম্পর্কে জানার জন্য উইকিপিডিয়ায় গিয়ে নিজেই অবাক হলাম!
দেশটির শতকরা ৯৮ ভাগ মানুষের ধর্ম ইসলাম ! বাকি ২% রাশিয়ান সনাতন ধর্মী, ক্যাথলিক, Zoroatrinism এবং বৌদ্ধ ধর্মাবলম্বী।
দেশটির সেকুলার প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আরবি নাম নিষিদ্ধ করতে একটি আইন পাসের জন্য পার্লামেন্টকে আদেশে দিয়েছেন। এর আগে পুরুষদের দাঁড়ি রাখা ও নারীদের হিজাব নিষিদ্ধ করেছে তাজিকিস্তান সরকার।গত ১৩ এপ্রিল ৩৫ বছরের কম বয়সীদের হজে যাওয়া নিষিদ্ধ করে তাজিকিস্তান সরকার।
প্রায় শতভাগ মুসলমানের দেশেও ধর্মনিরপেক্ষ সরকার একের পর এক ইসলামবিদ্বেষী আইন পাশ করেই যাচ্ছে ।
আগামি ২০-৩০ বছর পর বাংলাদেশেও যদি দাঁড়ি,হিজাব কিংবা আরবি নামের জন্য সরকারকে টেক্স দিতে হয় তাহলেও অবাক হব না।বাঙ্গালিদের অভ্যাস আছে! ব্রিটিশ আমলে নাকি দাঁড়ি-টুপি আর হিজাবের জন্য টেক্স দিতে হত!
বঙ্গদেশের মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাও।
বিষয়: বিবিধ
১৯০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে, জিজিয়া কর দি্যে হবে নাকি???
মন্তব্য করতে লগইন করুন