তাজাকিস্তানে দাঁড়ি-হিজাবের পর এবার আরবি নামও নিষিদ্ধ

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১০ মে, ২০১৫, ০৪:১৪:৪০ বিকাল

"তাজাকিস্তানে দাঁড়ি-হিজাবের পর এবার আরবি নামও নিষিদ্ধ" এই শিরোনামটা দেখার পর তাজাকিস্তান সম্পর্কে জানার জন্য উইকিপিডিয়ায় গিয়ে নিজেই অবাক হলাম!

দেশটির শতকরা ৯৮ ভাগ মানুষের ধর্ম ইসলাম ! বাকি ২% রাশিয়ান সনাতন ধর্মী, ক্যাথলিক, Zoroatrinism এবং বৌদ্ধ ধর্মাবলম্বী।

দেশটির সেকুলার প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আরবি নাম নিষিদ্ধ করতে একটি আইন পাসের জন্য পার্লামেন্টকে আদেশে দিয়েছেন। এর আগে পুরুষদের দাঁড়ি রাখা ও নারীদের হিজাব নিষিদ্ধ করেছে তাজিকিস্তান সরকার।গত ১৩ এপ্রিল ৩৫ বছরের কম বয়সীদের হজে যাওয়া নিষিদ্ধ করে তাজিকিস্তান সরকার।

প্রায় শতভাগ মুসলমানের দেশেও ধর্মনিরপেক্ষ সরকার একের পর এক ইসলামবিদ্বেষী আইন পাশ করেই যাচ্ছে ।

আগামি ২০-৩০ বছর পর বাংলাদেশেও যদি দাঁড়ি,হিজাব কিংবা আরবি নামের জন্য সরকারকে টেক্স দিতে হয় তাহলেও অবাক হব না।বাঙ্গালিদের অভ্যাস আছে! ব্রিটিশ আমলে নাকি দাঁড়ি-টুপি আর হিজাবের জন্য টেক্স দিতে হত!

বঙ্গদেশের মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাও।

বিষয়: বিবিধ

১৯১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319240
১০ মে ২০১৫ বিকাল ০৪:২২
319257
১০ মে ২০১৫ বিকাল ০৫:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরাও সে দিকেই যাচ্ছি!
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
260382
নীলাঞ্জনা লিখেছেন : এটলিস্ট, কড়জোরে জিজিয়া কর দিতে হবে না।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
260396
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের অশিক্ষা অন্য কোথাও কৃতিত্ব হিসাবে দেখান!!!
319274
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
নীলাঞ্জনা লিখেছেন : আগামি ২০-৩০ বছর পর বাংলাদেশেও যদি দাঁড়ি,হিজাব কিংবা আরবি নামের জন্য সরকারকে টেক্স দিতে হয় তাহলেও অবাক হব না।

তাহলে, জিজিয়া কর দি্যে হবে নাকি???
319285
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : এরই নাম স্বাধীনতা, এরই নাম উন্নয়ন,এরই নাম সিঙ্গাপুর গমন, এরই নাম শ্বশান বাংলা সোনালী করণ৷তখনই বাঙ্গালীর মনে পড়বে রাজাারদের কথা৷
319314
১০ মে ২০১৫ রাত ১০:৪১
দিদারুল হক সাকিব লিখেছেন : আপনি কি বুঝাতে চাচ্ছেন??@নীলাঞ্জনা
319316
১০ মে ২০১৫ রাত ১১:০১
মৃনাল হাসান লিখেছেন : কমিউনিষ্ট ভুত তাজিক সরকারের ঘাড় থেকে নামেনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File