সুন্দর ব্যবহার......

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ৩০ মার্চ, ২০১৫, ০১:১৪:২৬ দুপুর

উম্মে সালমা (রা) একদিন রাসুল (সা) এর সাথে বসে ছিলেন। এ সময় পরকাল ও পরকালের নিয়ামতসমূহের কথা আলোচনা করা হলে তিনি আল্লার রাসুলকে বললেন,"ইয়া রাসুলাল্লাহ! দুনিয়াতে কোন মহিলার দুইজন স্বামী থাকলে মৃত্যুর পর তাদের সবাই জান্নাতবাসী হলে সে মহিলা জান্নাতে কার সাথে থাকবে?"

আল্লার রাসুল বললেন,"যার আচার-আচরণ বেশি সুন্দর ছিল তার সাথে থাকবে।" এ কথা শুনে উম্মে সালমা (রা) খুব বিস্মিত হলেন। রাসুল তাঁর এ বিস্ময়ভাব চোখ দেখে বললেন,''উম্মে সালমা!উত্তম ব্যবহারের মধ্যে তো দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ নিহিত।"

সুবাহানাল্লাহ! রাসুল (সা) কিন্তু বলেন নি,যে স্বামী রাত জেগে ইবাদাত করত কিংবা বেশি বেশি রোজা রাখত তার সাথে জান্নাতে যাবে। বরং তিনি বললেন "যার আচার-আচরণ বেশি সুন্দর ছিল তার সাথে থাকবে"

আল্লাহতালা আমাদেরকে সুন্দর ব্যবহার তাউফিক দিন।

বিষয়: বিবিধ

১৬৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311863
৩০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে, বেশি বেশি রোজা রাখে, তাদের আচার আচরণ ও ভাল হয়য়!!!!

আল্লাহর রাসূল কি বুঝাতে চাইলেন আর আপনি বুঝালেন, আমি ভাল বুঝতে পারি নি!!!!


লিখার শেষে পাঠকের আকাঙ্ক্ষা আপনি শেষ করেন বা করতে পারেন নি!
312020
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:৫০
দিদারুল হক সাকিব লিখেছেন : এখানে ভালো ব্যাবহারের গুরুত্ব বুঝানো হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File