কি হল আজ মুসলিম জাতির??

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১৫ অক্টোবর, ২০১৪, ১২:১৮:৪৭ রাত

বর্তমান বিশ্বের ৫৭% গ্যাস এককভাবে মুস্লমাদের হাতে,তেলের ক্ষেত্রে ৭৫% তেল মুসলিম ভূমি থেকে উত্তোলিত হয়,দেশ হিসেবে মুসলমানদের আছে ৫৭টি ভূখণ্ড,জনসংখ্যার দিক দিয়ে প্রায় দেড়শ কোটির ও বেশি মুসলমান,সব মিলিয়ে ৬৭ লক্ষেরও অধিক প্রশিক্ষিত মুসলিম সেনাবাহিনী।এতকিছুর পরও মুসলিম জাতি আজ বিশ্বজুড়ে নির্যাতিত,নিপীড়িত,নিষ্পেষিত...। কিন্ত কেন??

কারণ এতো কিছু আছে মুসলিমদের কিন্ত নেই শুধু একটি ইসলামিক রাষ্ট্র।নেই একজন খলিফা বা আমিরুল মুমিনিন।মুসলিমদের তেল,গাস,খনিজ সম্পদ আজ কাফিররা লুটে নিচ্ছে।মুসলমানরা আজকে গণিমতের মাল হিসেবে বিবেচিত হচ্ছে।

যে জাতির কাণ্ডারিরা একজন ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য ১৪০০ জন লোক প্রিয় নবীর হাতে হাত রেখে বায়াত নিয়েছিল,প্রয়োজনে মৃত্যুবরণ করতে প্রস্তত ছিল,কি হল আজ সে জাতির??

যে জাতির একজন সদস্য বোন ফাতেমার আর্তনাদে সাড়া দিয়ে সুদূর আরব থেকে সিন্দুনদের অববাহিকায় ছুটে এসেছিলেন মুহাম্মদ ইবনে কাসিম,সে জাতির হাজারো বোন,হাজারো ফাতিমা আর আফিয়া সিদ্দিকারা আজ কাফিরদের কারাগারে নিজেদের সম্ভ্রম হারাচ্ছে,নির্যাতিত হচ্ছে,জেল থেকে রক্তমাখা পত্র পাটাচ্ছে উম্মাহর নবীনদের কাছে,মুহাম্মদ বিন কাসিম আর সালাউদ্দিন আয়ুউবির উত্তরসরিদের কাছে,কিন্ত তাদের ডাকে সাড়া দেওয়ার কথা কেউ চিন্তাও করছে না।

আজ মুসলমানদের ৫৭ টি ভূখণ্ড আছে কিন্ত কোন ইসলামিক রাষ্ট্র নাই,অনেক শাসক আছে কিন্ত কোন খলিফা বা ইমাম নেই।৬৭ লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনি আছে কিন্তু মুসলমানদের নিরাপত্তা নেই,উপরন্ত সেইসব সেনাবাহিনি আজ মুসলমানদের রক্ত পানে মত্ত আছে।

মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার ফলে,এক ইমামের জ্বালাময়ী ঘোষণার অভাবে এই বিশাল মুসলিম জাতি আজ সর্বক্ষেত্রে বঞ্চনার শিকার। এত কিছু থাকার পর ও চোখের সামনে ইসলাম বিদ্বেষীদের আস্ফালন নীরবে সয়ে যেতে হয়।

নবির উত্তরসরি উলামায়ে কেরামদের এখনও সুযোগ আছে।এ দেশে ৪০ হাজার মাদ্রাসা মকতব দীনের দুর্গ হিসেবে এখন মাথা উঁচু করে আছে।৩ লক্ষ মসজিদের মিনার আর মিম্বর আছে।যদি তারা আজ আবারও ঘুরে দাড়ায়,উম্মাহকে নেতৃত্ব দেয়ার উদ্দ্যোগি হয়,অভ্যন্তরীণ বিবাদ আর বিভক্তিতে শক্তি ব্যয় না করে নতন শতাব্দীর বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সহযোগিতা ও সহমর্মিতার হাতটি বাড়িয়ে দেন,তবে বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন হওয়া সময়ের ব্যাপার মাত্র।।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274482
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:২৪
দিশারি লিখেছেন : তারা ভুলে গেছে নিজের পরিচয়
274526
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৪
দিদারুল হক সাকিব লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File