"বিসমিল্লাহির রাহমানির রাহিম"-এর বিকৃত গাণিতিক রূপ ৭৮৬ লিখা বিদআত

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ০৮ মে, ২০১৪, ০২:৫৫:০৮ দুপুর

আরবী অক্ষরের (হরফের) গণিতের মান দিয়ে কোড নম্বর লিখার পদ্ধতিটির আবিষ্কারক হচ্ছেন গ্রিসের প্রখ্যাত গণিত-বিশারদ (জ্যামিতিক) পিথাগোরাস। তিনি ছিলেন ইয়াহুদী। মুসলিমের প্রকাশ্য শত্রু। আরবি অক্ষরের মানের হিসাব কষে বিধর্মী কর্তৃক “বিসমিল্লাহির রহমানির রহীম” এর যে সংখ্যা বা মান নির্ধারণ করা হয়েছে তা হলো ৭৮৬।

কুরআনের প্রতি হরফের জন্য একটি নির্দিষ্ট মান নির্ধারণ করা হয়েছে যাকে বলা হয় ‘আবজাদ’ মান। মাদরাসা পাঠ্য পুস্তক ‘বাকুরাতুল আদব’ এর পঞ্চম পৃষ্ঠায় এবং المعجم الوسيط নামক অভিধানে উল্লেখিত নিম্ন নমুনায় আরবি অক্ষরের গাণিতিক বা ‘আবজাদ’ মানের চিত্রটি লক্ষ্য করুন।

ابجد

ابجد هوز حطى كلمن

سعفص قرشث شخذ ضظغ

ا ب ج د ه و ز ح ط ى ك ل م ن

١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩ ١٠ ٢٠ ٣٠ ٤٠ ٥٠

س ع ف ص ق ر ش ت ث خ

٦٠ ٧٠ ٨٠ ٩٠ ١٠٠ ٢٠٠ ٣٠٠ ٤٠٠ ٥٠٠ ٦٠٠

ذ ض ظ غ

٧٠٠ ٨٠٠ ٩٠٠ ١٠٠٠

আরবি বাক্য লেখার পদ্ধতিতে একটি অক্ষরের সাথে অন্য একটি অক্ষর মিলিয়ে লেখা হলে ঐ শব্দটি পাঠ করার সময় শব্দটির বাম পাশে হরকতবিহীন একটি আলিফ যোগ করে এক আলিফ টেনে পাঠ করতে হয়। আর অক্ষরটি বামের অক্ষরের সাথে মিলিয়ে লিখলে হরকতবিহীন আলিফকে ছোট আকারে ‘যবর’ যোগ করে অক্ষরের উপর দিলেও এক আলিফ টেনে পাঠ করতে হয়। উক্ত ছোট আলিফকে খাড়া যবর বলে। আলিফের গাণিতিক মান হচ্ছে ১। অক্ষরের উপর দেয়া ছোট আলিফের অর্থাৎ খাড়া যবরের মানও হচ্ছে ১।

রসূল (সঃ) তার জীবদ্দশায় “বিসমিল্লাহির রহমানির রহীম” এর সংখ্যা নির্ণয়ক কোন মান লিখে যাননি। এ ছাড়া তিনি তার সাহাবীগণ (রাঃ) এদের কাউকে লিখতে অনুমোদনও দেননি। সুতরাং “বিসমিল্লাহির রহমানির রহীম” এর পরিবর্তে ৭৮৬ সংখ্যাটির ব্যবহার করা নি:সন্দেহে একটি বিদ‘আত।

এবার আসুন, লক্ষ্য করি যে, কেন ৭৮৬ লেখা হচ্ছে। পিথাগোরাসের প্রবর্তিত অক্ষরের মান তথা ‘আবজাদ’ মান বসিয়ে দেখা যাক بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ “বিসমিল্লাহির রহমানির রহীম” এর মান কত হয়?

ب س م ا ل ل ه ا ل ر ح

৮ ২০০ ৩০ ১ ৫ ৩০ ৩০ ১ ৪০ ৬০ ২

م ن ا ل ر ح ى م

৪০ ১০ ৮ ২০০ ৩০ ১ ৫০ ৪০

অর্থাৎ

২+৬০+৪০+১+৩০+৩০+৫+১+৩০+২০০+৮+৪০+৫০+১+৩০+২০০+৮+১০+৪০=৭৮৬

পাঠকবৃন্দ! পিথাগোরাসের আবিষ্কৃত আরবি অক্ষরের গাণিতিক মান বসিয়ে “বিসমিল্লাহির রহমানির রহীম” এর কোড নম্বর পাওয়া গেল ৭৮৬ । আবার আপনারা আরবিতে “হরে কৃষ্ণা” هرىكرشنا লিখে উহার আবজাদ মান প্রয়োগ করুন। দেখতে পাবেন যে, এর কোড নম্বর বা আবজাদ মান দাড়াচ্ছে ৭৮৬।

ه ر ى ك ر ش ن ا

১ ৫০ ৩০০ ২০০ ২০ ১০ ২০০ ৫ =৭৮৬

অর্থাৎ ৫+২০০+১০+২০+২০০+৩০০+৫০+১=৭৮৬

এক্ষণে মনে প্রশ্ন জাগবে যে, তাহলে আমাদের দেশের অনেক মাদরাসা, স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্যাশমেমো, ভাউচার, চাঁদার রসিদ, পোস্টার, সাইনবোর্ড, অফিসিয়াল প্যাড ইত্যাদি নানাবিধ দলীল বা কাগজ-পত্র তথা তাবিজের শিরোনামে যে ৭৮৬ কোড নম্বর লিখা হয়ে আসছে এর অর্থ কি? মুসলিম ভাই বোনেরা আৎকে উঠবেন না!

এবার চিন্তা করে দেখুন, আল্লাহকে স্মরণ করতে গিয়ে না বুঝে বিধর্মীদের সবক নেয়া “আবজাদ” মান ব্যবহার করে আমরা নিজেদের অজান্তে কত বড় পাপের কাজ করে যাচ্ছি। অতএব সাবধান থাকুন এবং যাছাই-বাছাই না করে সংখ্যা তত্ত্বের হিসাব না জেনে দ্বীনি ব্যাপারে সংখ্যার ব্যবহার করবেন না, বরং আরবি শব্দ ব্যবহার করুন নতুবা নিজ ভাষায় লিখুন। মনে রাখবেন, রসূল (সঃ) বলেছেন-

সাওয়াবের উদ্দেশে দ্বীনের মধ্যে সংযোজিত প্রতিটি নতুন বিষয়ই বিদ‘আত, প্রতিটি বিদ‘আতই ভ্রষ্টতা এবং প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। (মুসলিম, মিশকাত-১৪১, নাসাঈ-১৫৭৭)

বিষয়: বিবিধ

৩২২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219000
০৮ মে ২০১৪ দুপুর ০৩:১৯
আবদুল আলিম লিখেছেন : ধন্যবাদ
219003
০৮ মে ২০১৪ দুপুর ০৩:২৫
আহ জীবন লিখেছেন : এগুলোতে বিশ্বাস না করলেই হল।
219030
০৮ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়রান. অনেক ভালো লাগলো পড়ে, অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ
219072
০৮ মে ২০১৪ বিকাল ০৫:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : এসব ঠুনকো বিষয়। এসব মানলে ইসলামের কোনো ক্ষতি হয় না। নিজের নিয়ত ঠিক রাখুন সব ঠিক থাকবে।
219085
০৮ মে ২০১৪ বিকাল ০৫:২৪
অনেক পথ বাকি লিখেছেন :
অনেক সুন্দর হয়েছে ... আপনার কাছ থেকে এমন পোষ্ট বেশী বেশী আশা করি ।
219100
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৩
আঁধার কালো লিখেছেন : এগুলোতে বিশ্বাস না করলেই হল।
219109
০৮ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
হতভাগা লিখেছেন : সুন্দর জিনিস ধরিয়ে দিয়েছেন
219203
০৮ মে ২০১৪ রাত ০৯:২৭
ঈগল লিখেছেন : এটা অনেক দেওবন্দীদের থিউরী। বিদআতই হচ্ছে উপমহাদেশের প্রায় আলেমের নতুন দ্বীন।
০৯ মে ২০১৪ রাত ১২:১৩
167047
সমালোচক লিখেছেন : এটা যে দেওবন্দীদের থিওরী তার প্রমাণ কোথায় ? কথায় কথায় তাদেরকে বিদআতের আঁখড়া ভাবা ঠিক নয় । তারা যা করেননি বা করছেন না তার জন্য তাদেরকে দোষারোপ করলে শক্ত গোণাহর ভাগীদার হতে হবে । ব্যাপারটা এই না যে, আমি একজন দেওবন্দী ভক্ত । বিদআত ব্যাপারটা Puritanist ইসলামের প্রবক্তাদের মধ্যে-ও আছে সেটা তাদের উপলদ্ধিতে নেই ।

এই আবজাদ ব্যাপারটার শুরুতে-ই মূলোৎপাটন করলে হয়তো এভাবে বিস্তার লাভ করতে পারতো না । আমি জানি না, তখন উলামারা এর বিরুদ্ধে কি কোনো অবস্থান নিয়েছিলেন ।
219240
০৮ মে ২০১৪ রাত ১১:২৪
দিদারুল হক সাকিব লিখেছেন : ধন্যবাদ
১০
219242
০৮ মে ২০১৪ রাত ১১:৩০
সমালোচক লিখেছেন : খুব ভালো তথ্যবহুল একটি পোষ্ট ।

আমার কাছে ইংরেজীতে লেখা একটি ইসলামী ম্যাগাজিনের প্রবন্ধে (২০০৫ সালে প্রকাশিত) এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে, আসলে আবজাদ মান অনুসারে “বিসমিল্লাহির রহমানির রহীম”-কে প্রকাশ করতে চাইলে সেটা প্রকৃতপক্ষে হবে ৭৮৭ ।

ঐ প্রবন্ধে এর ইতিহাস আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে, বর্ণমালার (alphabet) প্রতিটি অক্ষরের (letter) জন্য গাণিতিক মান আরোপ করার শৈলীর (art of numerology) পেছনে পিথাগোরাসকে কৃতিত্ব দেয়া হয় । পিথাগোরাসের এই জ্ঞান-কে ব্যবহার করে ইহুদীরা তাদের হিব্রু বর্ণমালার ২২টি অক্ষরের উপর গাণিতিক মান আরোপ করে তাদের ধর্মগ্রন্থের নিগূঢ় অর্থ উদ্ধার করার প্রয়াস চালায় । এটা তখন থেকে কাবালিষ্ট জিমেট্রিয়া (Qabalist Gemetria) নামে অভিহিত হতে থাকে । কিছু অত্যুৎসাহী মুসলিম ধর্মবেত্তা এই জিমেট্রিয়া সম্বন্ধে জ্ঞানার্জন করে এর সাথে আরো ৬টি অক্ষর যোগ করে আরবী বর্ণমালার জন্য গাণিতিক মান নির্ধারণপূর্বক এটাকে আবজাদ নাম দিয়ে মুসলিম সমাজে এর প্রচলন শুরু করে । [দ্রষ্টব্যঃ Dictionary of Islam by Thomas Patrik Hughes]

যাহোক, আপনি বলেছেন,
কুরআনের প্রতি হরফের জন্য একটি নির্দিষ্ট মান নির্ধারণ করা হয়েছে যাকে বলা হয় ‘আবজাদ’ মান। ... রসূল (সঃ) তার জীবদ্দশায় “বিসমিল্লাহির রহমানির রহীম” এর সংখ্যা নির্ণয়ক কোন মান লিখে যাননি। এ ছাড়া তিনি তার সাহাবীগণ (রাঃ) এদের কাউকে লিখতে অনুমোদনও দেননি।
সুতরাং এই আবজাদ-ও কি আরেকটি বিদআত নয় ? ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File