সময় হয়েছে জেগে উঠার

লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ১০ জুলাই, ২০১৩, ১০:৫৩:০০ রাত

রাষ্ট্র চলবে মেধাবীদের হাতে,

কোন কোটার আশ্রয় নিয়ে চান্স পাওয়া ভিক্ষুকের হাতেদেশ চলতে পারে না।

মুক্তিযোদ্ধা – ৩০%

নারী ------ ১০%

জিলা ------১০%

আদিবাসী -----৫%

প্রতিবন্ধি-----১%

বি সি এস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বমোট ৫৬% নেয়া হচ্ছে কৌটা ব্যবস্থার মাধ্যমে।।

পঞ্চম আদমশুমারি ও গৃহ

গণনা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৪৫ লাখ ১৮ হাজার ১৫ জন। এদের মধ্যে ১৫ লাখ ৮৬ হাজার ১৫১ জন ক্ষুদ্র

নৃগোষ্ঠী এবং ৩০ লাখ ১৬ হাজার৬১২ জন প্রতিবন্ধী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য

অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধার

সংখ্যা প্রায় দু’লাখ।

এই হিসেবে মোট জনসংখ্যার ১ দশমিক ১০ শতাংশ নৃগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষিত হচ্ছে ৫ ভাগ। ১ দশমিক ৪০ শতাংশ প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষিত আছে ১ ভাগ। আর ০.১৩ শতাংশ মুক্তিযোদ্ধার জন্য কোটা সংরক্ষিত হচ্ছে ৩০ ভাগ!!!!

এবার আপনি আপনার বিবেককে একটিবারের জন্য প্রশ্ন করুনতো। জনসংখ্যার অনুপাতের সাথে কোটার অনুপাত কতটুকু যুক্তিসঙ্গত????

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কৌটা,এখন আবার তাদের নাতি নাতনীর জন্য ও কৌটা বরাদ্ধ একটু বেশীই হয়ে যাচ্ছে না।।

এসব কৌটা প্রথার বিরুদ্ধে দেশের মেধাবী শিহ্মার্থীদের দীর্ঘদিনের হ্মোভ।। কেউ প্রকাশ্যে প্রতিবাদ করে না। পাচে আবার ছাগু ট্যাগ খেতে হয়।।

সময় হয়েছে জেগে উঠার......

অবিলম্বে অযৌক্তিক কোটাপ্রথা বাদ দিয়ে মেধার মূল্যায়ন করা হোক। দেশ গড়তে মেধাবীদের কাজ করার সুযোগ দেয়া হোক।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File