প্রথম আলো বর্জন করুন। নির্যাতিত ডাক্তারসমাজের পহ্মে বলছি....
লিখেছেন লিখেছেন দিদারুল হক সাকিব ০৭ জুন, ২০১৩, ০৪:০১:৫৭ বিকাল
আজকে 'ভারতের আলো' পত্রিকায় বিশ্বজিত্ চৌধুরী একটা কলাম লিখেছেন "আপনারা আইনের ঊর্ধ্বে?" শিরোনামে......
লিংক দিলাম
http://www.prothom-alo.com/detail/date/2013-06-07/news/358420
জনাব বিশ্বজিত্ চৌধুরী প্রথমতঃ কোন ডাক্তার ই প্রাইভেট চেম্বারে রোগী দেখতে বাধ্য নয়।। তারা ইচ্ছা করলে দেখবে না হয় দেখবে না। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।।এটা নিয়ে নাক গলানোর কিছু নেই।
সারাদিন ডিউটি করার পর বিকেলে বা সন্ধ্যায় যে সময়টা অন্যান্য পেশার লোকের পরিবার পরিজন নিয়ে মজা করে ব্যয় করে সেই সময়টাই আমরা ডাক্তারেরা বাড়তি আয়ের আশায় প্রাইভেট চেম্বারে ব্যয় করি।। আমরা তো আর আমাদের ডিউটি বর্জন করে কর্মসূচী দেই নি। কোন সরকারী হাসপাতাল তো বন্ধ নেই ডাক্তারদের কর্মসূচীর কারনে।।
ডাক্তাররা ভুলের ঊর্ধ্বে নয়।।ভুল হতেই পারে ব্যাপারটা এমন না যে কেউ জেনে শুনে ভুল করছে।।
ডাঃ সুরমালীর অপরাধ , লংলো অপারেশন করার সময় নিডল এর অগ্রভাগ ভেঙ্গে ভিতরে রয়ে যায়। উনি সেদিনই রোগীকে বুঝিয়ে বলেছেন , এটাতে সাধারণত তেমন কোন সমস্যা হয়না। তারপর ও কোন অসুবিধা হলে আমরা দেখবো।
পরবর্তীতে রোগী abcess develop করলে ডাক্তার সেটা drain করে দেন।
পরে আবার ঐ জায়গায় ফিস্টুলা develop করলে রোগী ইন্ডিয়া চলে যায়। ওখানকার ডাক্তার রা MRI করে নিডল টি দেখিয়ে বলেন , এটার জন্যই আপনার বারবার সমস্যা হচ্ছে।
রোগী দেশে এসে সুরমান আলীর কাছে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চায় ! ! এতো টাকা দিতে না পারায় রোগী ৩২৬ ধারায় মামলা করে ! !
৩২৬ ধারা মানে হলো কাউকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রের সাহায্যে আঘাত করার মামলা।
কই,,এসব কিছু তো আপনি আপনার কলামে উল্লেখ করলেন না।।
গত ১৩/০৫/১৩ তারিখে সেনাকর্মকর্তা স্বামীর হাতে নিহত হন ডাঃ শেজাদী আপসা নামের একজন চিকিত্সক ।তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেলের ২৮ তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন ।
খুব বেশী দিন না মাত্র ২৫ দিন আগের ঘটনা এটি।।
এতো বড় একটি রোমহর্ষক ঘটনা অথচ আমাদের মিডিয়ার চোখেই পড়ল না।। অনেকটা দায়সারা ভাবে খবরটা ৫/৬ দিন পর প্রথম আলো ভিতরের কোন একটা চিপায় প্রকাশ করে।।
তখন তো কোন কলামিষ্টকে দেখলাম না এ হত্যার বিচার চেয়ে কলাম লিখতে।। ডাক্তাররা মারা গেলে আপনাদের কিচ্ছু আসে যায় না অথচ ডাক্তারদের অসাবধানতা বশঃত কেউ ভুল চিকিত্সার স্বীকার হলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যায়????কেন এই দ্বিমুখীতা?????
কিছুদিন আগেও এই প্রথম আলোই ডাক্তারদের ধর্ষক আখ্যা দিয়ে সম্পূর্ন অপ্রাসঙ্গিক একটা রিপোর্ট প্রকাশ করে।।
বি এ পাশ সাংঘাতিকরা এসে ডাক্তাদের ডাক্তারি শিখায়।। যত্তসব।।
মামলা_হামলা,হত্যা,ধর্ষন অনেক কিছুই সহ্য করেছি আমরা।। অনেক হয়েছে আর না সময় এসেছে প্রতিবাদের।।
প্রথমে ডাঃ সাজিয়া আফরিন ইভা,এরপর খুন হলো ডাঃ শেজাদি আফসা,,Next এ হয়ত আমি/আপনি...,,আর কত চুপ থাকবেন ডাক্তার সমাজ????????
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন