সাদা কালোর মুখোমুখি

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২৯ মে, ২০১৩, ০৯:৫৭:৫৪ সকাল

সত্যর আকাশে আজ মেঘের ঘনঘটা

সত্যর মাথায় বাধা আছে মিথ্যের জটা

সত্য আজ ফেরারী আসামী

মিথ্যাকে মোরা চুমি চুমি,

ডুবে গেছে আজ সত্যের টিকি

মদে মোর ঢালি অজস্র সিকি,

সততা আর সত্যকে খুঁজতে গিয়ে খুজে পাই

ফরমালিনে মেশানো মিউজিয়ামের কোনায়,

সত্য আজ মাথায় হুলিয়া বেধে ঘুরে বেড়ানো দাগী আসামী

গোপনে গোপনে পরাজয় মেনে মিথ্যা দেয় সত্যকে সেলামী,

সত্যর ডাল পালা আজ খুঁজে পাওয়া বড় ভার

প্রকাশ্যে মিথ্যা করে চলেছে সত্যকে বলাৎকার,

দৃষি্ট খুললেই মেলে সত্যকে ঊর্বশী মিথ্যার সমাহার

সঙ্গহীন সত্য বলে বেড়ায় কে করবে মোরে ব্যবহার,

মানব হৃদয়ে সত্য গুমরে কেঁদে মরে

সত্য বলে আমার দোষ দাও কি করে

তোমরা মানুষরাই তো মারছ আমারে

যত করে আমি তোমাদের করে মাথা তুলে দাঁড়ায়

তত করে তোমরা আবার আমারে কব্বরে নামাও (সংক্ষিপ্ত)

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File