এক বিঘাত মাটি
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২৮ মে, ২০১৩, ১২:৫৪:০১ দুপুর
এ খানে হ্যাঁ এইখানের এক বিঘাত জমিন
আমার চাই-ই চাই,কারন এই খানে আছে
ঘুমুয়ে আমার অশরীরী অতীত ।এ জমিনটা
আমার না ,এখান থেকে দূরত্ব আমার বেশ দুর,
এই এক বিঘাত মাটিতে আমার অস্থিত্বের
অনুভূতির বিবেকের একটি বড় অংশ, আমার
প্রথমা-মানসী-অর্ধাঙ্গী-অশরীরী, হ্যাঁ এখানেই সে
ঘমিয়ে আছে সাড়ে তিন হাত মাটির কবরে,
প্রাণপ্রিয় আমার নিয়েছে জীবন জগত থেকে অবসর ।
এই, এইখানেই ঘুমুয়ে আছে আমার ব্যক্তিগত পরিবার ।
হ্যাঁ এখানে আমি তাকে ঘুমুতে দিতে চাই নি,
আমার মতামতও সেদিন শুনবার প্রয়োজন মনে করি নি
মুরুব্বীদের সম্মানে বাঁধাও দিতে পারি নি, আবার
আমার নিজের মাটি না থাকায় জোর খাটাতে পারি নি ।
নেব, আমি বুঝে নেব, মাত্র সময়ের প্রতীক্ষা। আমি
কক্ষনো চাইব না আমার্ প্রিয় ঘুমুয়ে থাক
অপর মাটির পরে, তাই চাই এইখানটার
মাটি আমি চাই-ই চাই, যে ভাবে যত দামে হোক
এইখানের মাটি আমার চাই
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন