ফিরিয়ে দেবে ভালোবাসাকে ?

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৬ মে, ২০১৩, ০৪:৩১:১৩ বিকাল

ফিরিয়ে দেবে আমার ভালোবাসা?

যাকে ই শুধুমাত্র বাসতাম ভালো

আমার অন্ধঘরে যে আলো হয়ে জ্বলতো

আমার দু:খে যার দু চোখে জল ঝরতো

সে ও আমাকে বাসতো ভালো

দেবে কি তোমরা তাকে ফিরিয়ে ?

দেবে কি ফিরিয়ে আমার সুখ ?

যার জন্যই ছিলাম আমি সুখী,

দেবে কি ফিরিয়ে আমার দুখ ?

যার মুখ না দেখলে জাগত আমার দুখ ,

দেবে কি ফিরিয়ে আমার হাসি ?

যার হাসিতে উঠতো বেজে আমার মনের বাশিঁ ।

দেবে কি ফিরিয়ে আমার কান্না ?

যার ভালোবাসার কাছে আমি অনেক দেনা ।

দেবে কি ফিরিয়ে আমার অশরীরী কে ?

যার শরীরী আজ আমার থেকে অনেক দুরে ।

দেবে কি ফিরিয়ে আমার অপ্সরী ?

যেখানে আছে আমার হৃদয় নাও ভিড়ি ।

দেবে কি ফিরিয়ে আমার অন্তরাত্মাকে ?

আমি ভালোবাসতাম যাকে ।

দেবে কি ফিরিয়ে আমার মুগ্ধতার সকালকে ?

যার জন্য বসে আছি আমি এ যাবতকাল ।

দেবে কি ফিরিয়ে আমার ব্যস্ততার দুপুরকে ?

চিত্ত মাঝে বাজত আমার যার নূপুর ।

দেবে কি ফিরিয়ে আমার মধুময় রাতকে ?

যার জন্য দুয়ার খুলে চেয়ে থাকি পথে ।

দেবে কি ফিরিয়ে হারিয়ে ফেলা সত্ত্বাকে ?

যে আমার মনের মাঝে সকল সময় জেগে থাকে ।

দেবে কি ফিরিয়ে আমার অতীতকে ?

দেবে কি ফিরিয়ে আমার হারানো জীবনকে ?

দেবে কি ফিরিয়ে আমার আমিকে ?

দেবে কি ফিরিয়ে আমার ভালোবাসাকে ?

দেবে ফিরিয়ে ?

দেবে , দেবে , দেবে ?

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File