তোমাকে ভালোবাসব বলে

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৬ মে, ২০১৩, ০২:২৮:৫৭ দুপুর



শুধু আর একটি বার

শুধুমাত্র একবার

তোমাকে ভালবাসব বলে

তোমার হাতে হাত রাখব বলে

তোমার চোখে চেয়ে থাকব বলে

তোমার চোখের ভাষা- মনের কথা পড়ব বলে

তোমার মুখে আলতো করে ছুয়েঁ দেখব বলে

তোমার চোখে সুখের জল দেখব বলে

তোমার কপালে-কপোলে ঘাম মুছে দেব বলে

তোমার বুকে মাথা রেখে আমি শান্ত হব বলে

তোমাকে আরেকটিবার জাগাতে চাই

তোমাকে ভালোবাসতে চাই

আমার ভালোবাসার পিপাসা মেটাতে চাই ।

শুধুমাত্র আর একবার

মাত্র একবার সুজোগ দাও আমায়

দাও তোমাকে ভালোবাসতে আমায়

জন্ম জন্মান্তর তোমাকেই শুধু ভালোবাসতে চাই

চাই ভালোবেসে যেতে ।

তুমি মাটির বিছানা ছেড়ে উঠে এসো

এসো, তুমি উঠে এসো

আমাকে প্রতীক্ষায় রাখবে আর কত্ত মহাকাল

তুমি তো এমনটা ছিলে না কোনোদিন

কেন তবে আজ এমন করছ

তুমি এসো,এসো শুধুমাত্র আমার জন্য

এসো মাটির বিছানা ছেড়ে

না কিচ্ছু হবে না

ভয় ও পাবে না

আমি তো রয়েছি দাঁড়িয়ে কিনারে

আমি ভালোবাসি শুধু-ই তোমারে ।

তুমি নাই

আমার পৃথিবীর কোনো খানটাতেই নাই

একথা আমি মেনে নিতে পারি নি কোনদিন

না আমার মানা হবে না

পারব ও না কোনদিন

জীবনের কোন ও একটি সময় ।

আমি তো দেখছি তুমি দিব্যি আছো

আট প্রহরের সব সময় তুমি আমার ভেতর জেগে আছো

কেন তবে অভিমানে দুরে সরিয়ে রাখা, দুরে থাকা

কষ্ট দিতে চেয়ে কষ্ট পাওয়া ।

তুমি এসো

তুমি এসো

সব বাঁধার বিন্ধাচল ভেঙ্গেই তুমি এসো

শুধুমাত্র এবারের মতোই আসো একবার

আমাকে তোমার মতো করে ভালোবাসো

আর আমি বাসব ভালো আমার মতো করে ।

বিষয়: সাহিত্য

১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File