হে বাঙলাদেশ

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৫ মে, ২০১৩, ০২:৪৪:৪৬ দুপুর



হে বাঙলাদেশ; তুমি কি আজ খুব ক্লান্ত ,

লাশের মিছিল টানতে গিয়ে কি উদভ্রান্ত ?

হে বাঙলাদেশ, লামের বোঝা বইতে গিয়ে কি কষ্ট পাচ্ছ ,

তোমার সন্তানের লাশ তোমার কাঁধে তা কি বুঝতে পার ?

হে বাঙলাদেশ, তুমি কি মুক্তির পথে চলতে কষ্ট পাচ্ছ,

না তুমি কি তোমার বুদ্ধি বিবেক বেঁচে খাচ্ছ ?

হে বাঙলাদেশ , তুমি কি আজ খুব দুর্বল হয়ে পড়েছ

তাই কি তুমি.শত্রুর সাথে লড়াই করতে পারছ না

না শক্তি হারিয়ে ফেলেছ ?

হে বাঙলাদেশ,তুমি কি আজ ভীতু হয়ে পড়েছ,

ভুলে কি গেছ ভয়ে প্রতিবাদ করতে ?

হে বাঙলাদেশ তোমার শরীর আজ শত ব্যবচ্ছেদ হচ্ছে,

তুমি নির্বাক নিশ্চুপ ক্যানো ?

হে বাঙলাদেশ, তোমার মেয়েরা আজ নির্যাতিত-ধর্ষিতা হচ্ছে,

আত্মহননে বাধ্য হচ্ছে,

তুমি নিরব কেনো হে বাঙলাদেশ ?

হে বাঙলাদেশ, তোমার সন্তানের লাশ আজ চুরি হয়

মাটির জীবন মাটি না দিয়ে পুড়িয়ে ফেলা হয়,

তুমি নিরব কেনো ?

হে বাঙলাদেশ,তোমাকে শাসন করে আজ ধর্মদ্রেোহী চরিত্রহীন

পথভ্রষ্ট কতক লেবাসধারী, ওরাই তোমার মুখে চুনকালি মাকিয়ে

রোজ রোজ নতুন ভাবে উলঙ্গ করছে, তোমার উদোম শরীর দেখব

বলে তো আমরা স্বাধীনতা আনি নি, তাহলে এসব কেনো হচ্ছে ?

হে বাঙলাদেশ, তুমি আজ আস্তিক-নাস্তিক দুভাগে বিভক্ত

আজ শাসকেরা আসনের জন্য চাই রক্ত আর রক্ত

হে বাঙলাদেশ, তুমি কি আজ ওদেরই ভক্ত ?

হে বাঙলাদেশ, চেতনা তোমার ফিরবে কবে ?

না অচেতন থেকেই মরে যাবে ?

হে বাঙলাদেশ, আরেকবার গর্জে উঠে অস্ত্র হাতে প্রতিবাদী হয়ে

শান্তি শৃঙ্খলা সম্প্রতির বন্ধনে বাঁধ আমাদের

আমরা দুর্বলেরা চেয়ে আছি তোমার হয়ে তোমার করে,

হে বাঙলাদেশ, এবার মুক্তি দাও

এবার মুক্তি দাও

আমাদের সত্যিকারের ভালোবাসা নাও

ভারোবাসা দাও

বাঙলাদশে বাঙলাদেশ আমার বাঙলাদেশ ।

বিষয়: রাজনীতি

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File