সময়ের ক্ষয়
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৪ মে, ২০১৩, ০৪:১৬:৫২ বিকাল
যায় চলে যায়
জমে থাকা সময়
জমার খাতা জীর্ণ হয়
ঝৃণের খাতা ভারী হয়
শরত হেমন্তের দুপুরে
বেমালুম ভুলে যাই গ্রীষ্মের নূপুরে
বেঁজেছিল বাশি কোন সে সুরে
এমনিকরে যায়
দিনের বাকিটা সময়,
ছায়াপথের পথে ছায়া ধরে সন্তর্পনে
নিরবচ্ছিন্ন-বিছিন্ন চরণে
হেঁটে যায় জীবনের কিছুটা সময়,
সমসারের মায়ায়
রংমহলার কায়ায়
নষ্ট হয়ে যায় অধিকাংশ সময়,
অত:পর চেতনার শ্মশাণ
হলে অবসান
জগতে আমারে চাই অম্লান, তখন
নগদ পা পাই-যেভাবে পাই
জাত পাত ধর্মের মাথা খাই
দু হাত দিয়ে পাঁজর ভরে লই,
এমনিকরে কারো সন্ধা ঘণায়
কেউবা সম্বিত ফিরে পেয়ে
শাপমোচনের নষ্টালজিয়ার লোনা জলে
সাঁতরাতে গিয়ে
জমা থাকা সময়
ফেলে সে হারায় ।
বিষয়: রাজনীতি
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন