বালিকা
লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ১৩ মে, ২০১৩, ০২:৩১:৫৬ দুপুর
বালিকা তুমি সুনীল আকাশ সবুজ শ্যামলে
শস্য কণা হও, তুমি অনিল আলয়ে লু লয়ে
তৃপ্ত বৃষ্টি হও, তুমি শস্যের মাঠে বাঙলার
ঘাটে ফুল ফসলের ফরিয়াদ হও,
তুমি ভালবাসার একমুঠো রোদ্দুর হও ।
বালিকা তুমি অভিমানী অনুরাগী হও, তুমি
সুখ – দুখ সাদা - কালোর বিনিময় হও, তুমি
ফুলের মতো ভালোবাসার সুরভি ছড়াও,
তুমি বৃদ্ধের হাতের লাঠি হও,তুমি হাভাতের
মুখের এক লোকমা জঠর জুড়ানো অন্ন হও,
বালিকা তুমি আন্ধার রাতের জোনাকী হও ।
বালিকা তুমি বিকিকিনির ব্যস্ত হাটে বিকিয়ে
দিয়ো না, তুমি কড়ির লোভে কমলের কাটা ফেলে
হাটেঁ তুলে বেঁচে দিয়ো না,তুমি আধুনিকতার
অসভ্যতায় সভ্য হতে চেয়ো না, তুমি তোমার
ফুলের গন্ধ বিলাতে পাপড়ি খুয়ে ফেলো নাকো,
বালিকা তুমি সত্যব্রতী অহোর্নিশির ভাতি হও ।
বালিকা তুমি বালখিল্যের বালিয়াড়িতে বাসা
বেঁধ না, তুমি মর্তের মতে সন্তরণে ডুব
দিয়ো না, তুমি জৈব কামনার জল সাগরে
বিলীন হয়ো না, তুমি জড়তা ফেলে গতির ভাঁজ
খুলে-খুলে স্মতির সুতিকাগার রেখে যাও,
বালিকা তুমি ভালোবাসার স্বার্থকতা হও ।
বালিকা তুমি অমাবশ্যার অন্ধকারে নব
ভাতি হও, তুমি বাদল রাতের স্মৃতিকাতর
মিলন সন্ধা হও, তুমি সমসারের ভাঙ্গা
হাটের এক চিলতে চাদেঁর কণা হও, তুমি
ক্লান্ত পথিক শ্রান্ত মোসাফিরের শীতল পরশ
হও, বালিকা তুমি বালিকাই থাকো
আমাকে ভালোবেসে ভালো থাকো ।
বালিকা তুমি শশ্মাণের মাঝে এক টুকরো
উজ্বল হাসি হও, তুমি রাখাল ছেলের দু:খ
সুখের মাটির বাশিঁ হও, তুমি কিষাণ কিষাণীর
দু:খ ভুলানো সুখ জড়ানো উর্বর মুহুর্ত হও,
বালিকা তুমি ছিটাও সুখ রাশি রাশি
বালিকা তোমাকে বড়বেশি ভালোবাসি ।
বিষয়: সাহিত্য
১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন