প্রশ্ন

লিখেছেন লিখেছেন যে সত্যি হারায়ে যাচ্ছে নিতি নিয়ত ২২ এপ্রিল, ২০১৩, ০২:১১:৪৫ দুপুর



কাকে বলি, তোমরা এ গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার সর্বোপরি মৃত্যূ থামাও ?

কাকে বলি, আমাদের স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তা দাও ?

কাকে বলি, আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, দাও গ্যারান্টি দাও ?

কাকে বলি, আমাদের স্বাধীনভাবে বলার-লেখার মত প্রকাশের অধিকার দাও?

কাকে বলি, আমাদের মৌলিক চাহিদা প্রাপ্তির ১০০% নিশ্চয়তা দাও?

কাকে বলি, তোমাকে ভালোবাসি দাও ভালবাসা দাও ?

কাকে বলি, একদণ্ড নিশ্চিন্তে ঘুমাতে চাই জায়গা দাও ?

কাকে বলি, জেল জুলুম মৃত্যু রাহাজানি চাই না ,শান্তি চাই ,দাও শান্তি ফিরিয়ে দাও?

কাকে বলি,বিভেদ বৈষম্যহীন একসাথে বাস করার সুজোগ করে দাও ?

কাকে বলি,ভাত কাপড়ের নিশ্চয়তা দাও?

কাকে বলি,বেকারত্ব চাই না ,চাই কাজের নিশ্চয়তা ?

কাকে বলি,বিদেশী সংস্কৃতির নামে অপসংস্কৃতি চাই না,চাই দেশীয় সংস্কৃতি,দাও --?

কাকে বলি, নারীদের পন্য হিসেবে দেখতে চাই না, চাই না মক্ষীরানী কিংবা গণিকা বা পসারিনী

হিসেবে দেখতে,আমরা মায়ের মতো সম্মান দিতে চাই,দাও সে সম্মান ?

কাকে বলি, ধুলো পরে গাছতলে বা রাস্তায় আর ঘুমুতে চাই না, টোকাই বা উদ্বাস্তু বলে ডাকতে চাই না ?

কাকে বলি, লোকদেখানো গণতন্ত্রের নামে প্রতিহিংসার রাজনীতি, রাজনীতির নামে পরিবারনীতি স্বৈরনীতি

আমরা কেউ চাই না, আর চাপিয়ে দিয়ো না, আমরা এ থেকে মুক্তি চাই, দাও মুক্তি দাও, দাও প্রকৃত গণতন্ত্র ?

কাকে বলি, মিথ্যা ইতিহাস আমরা আর জানতে চাই না, চাই সত্যিকারর ইতিহাস, দাও সে ইতিহাস?

কাকে বলি, রাজাকারের বিচার আমরা চাই কিন্তু তা স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের বিচার ?

কাকে বলি, আমরা সোজা পথে চলতে চাই, স্বাভাবিক জীবন ও মৃত্যু চাই ?

কাকে বলি, সকল প্রকার ভণ্ডামি নষ্টামি গোড়ামি থামাও ?

কাকে বলি, দুর্নীতি থামাও, আমরা চাই না আর ঘুষ দিতে, দাও সত্য ও সুন্দর সুনীতি ?

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File