ড. আবদুল্লাহ জাহাঙ্গিরের সাথে কিছুক্ষণ

লিখেছেন লিখেছেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন ১১ জুন, ২০১৪, ০৭:৪০:২৪ সন্ধ্যা

কুস্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ জাহাঙ্গির সাহেব এক সংক্ষিপ্ত সফরে চট্টগ্রাম এসেছিলেন। আজ সকালে তিনি ঝিনেদা ফিরে গেছেন। হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম ও পটিয়া জামেয়া ইসলামিয়া পরিদর্শন করেন। গতকাল জনাব আবুল কালাম তুহফার বাসভবনে একসাথে দুপুরের খাবার গ্রহণ করি। গতকাল হালিশহর এ-ব্লক কেন্দ্রীয় মসজিদে বাদে মাগরিব তিনি মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বাংলাদেশে খ্রিস্টান মিশনারীর তৎপরতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। পারষ্পরিক ইখতিলাফ যেন হানাহানির রূপ পরিগ্রহ না করে, এ ব্যাপারে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। আমি সূচনা বক্তব্য রেখেছি। ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ও এ মসজিদের খতীব মাওলানা মুস্তফা কামিল সাহেবও বক্তব্য রাখেন। স্থানীয় কতিপয় উদ্যমী তরুণ এ মাহফিলের আয়োজন করেন।

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233878
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
সন্ধাতারা লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌!
১১ জুন ২০১৪ রাত ০৮:১২
180491
ডক্টর আ ফ ম খালিদ হোসেন লিখেছেন : মুবারকবাদ জানাই।
233883
১১ জুন ২০১৪ রাত ০৮:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : পারষ্পরিক ইখতিলাফ যেন হানাহানির রূপ পরিগ্রহ না করে, এ ব্যাপারে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। অসাধারণ বক্তব্য। ছোটখাটো বিষয়ে ইখতিলাফ সত্বেও বড় বড় বিষয়ে ইত্তেহাদ করা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য! ইত্তেহাদের ডাক আসলেই ছোটখাট(নফল) বিষয়গুলো ফরজের চেয়েও বড় ফরজ বানিয় ফেলা হয়।



১১ জুন ২০১৪ রাত ০৮:১৪
180492
ডক্টর আ ফ ম খালিদ হোসেন লিখেছেন : চমৎকার মন্তব্য মাশা আল্লাহ। আল্লাহর দুশমনেরা চায় মুসলমানরা যেন ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ুক। ধন্যবাদ।
233884
১১ জুন ২০১৪ রাত ০৮:১০
ধন্যবাদ লিখেছেন : ..........
১১ জুন ২০১৪ রাত ০৮:১৫
180493
ডক্টর আ ফ ম খালিদ হোসেন লিখেছেন : মুবারকবাদ।
233891
১১ জুন ২০১৪ রাত ০৮:১৯
মোহাম্মদ রিগান লিখেছেন : সুন্দর
১১ জুন ২০১৪ রাত ০৮:২০
180495
ডক্টর আ ফ ম খালিদ হোসেন লিখেছেন : ধন্যবাদ জানাই।
233896
১১ জুন ২০১৪ রাত ০৮:২৩
দুষ্টু পোলা লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন : পারষ্পরিক ইখতিলাফ যেন হানাহানির রূপ পরিগ্রহ না করে, এ ব্যাপারে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। অসাধারণ বক্তব্য। ছোটখাটো বিষয়ে ইখতিলাফ সত্বেও বড় বড় বিষয়ে ইত্তেহাদ করা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য! ইত্তেহাদের ডাক আসলেই ছোটখাট(নফল) বিষয়গুলো ফরজের চেয়েও বড় ফরজ বানিয় ফেলা হয়।
233899
১১ জুন ২০১৪ রাত ০৮:২৭
ডক্টর আ ফ ম খালিদ হোসেন লিখেছেন : সত্য বলেছেন। ধন্যবাদ জানাই।
233957
১১ জুন ২০১৪ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন বড় অনুষ্ঠানে যোগ দেননি বা আসবেন সেই সংবাদ টিও দেখিনি।
তার মত আমাদের সকলেরই দাবি পারষ্পরিক ইখতিলাফ যেন হানাহানির রূপ পরিগ্রহ না করে।
233986
১২ জুন ২০১৪ রাত ১২:০৫
স্বপন১ লিখেছেন : খ্রিস্টান মিশনারীরা সারা বিশ্বে এ কাজ করছে। ওদের তৎপরতা বন্ধ করা দরকার। ওদের নিজের দেশেই ইসলামের প্রসার বেড়ে যাচ্ছে। নর্থ আমেরিকা থেকে সাউত আমেরিকা এমন কোন জনপথ নেই যেখানে ইসলামের দাওয়াতী কাজ চলছে না। ৯/১১ তে এর প্রসারতা বৃদ্ধি পেয়ছে। আগামী বিশ্ব হবে ইসলামের।
234109
১২ জুন ২০১৪ সকাল ১১:৩১
ইয়াফি লিখেছেন : ইসলামপন্হীরা পরস্পরের মধ্যে আর্য-অচ্ছুত বিশেষণে বিভক্তি করলে ইসলামবিদ্ধেষীরা সবাইকে এক বুঝে।
১০
234207
১২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভাল লাগলো। আল্লাহ তালা যাজায়ে খাইর দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File