“ইসরাঈল রাষ্ট্রকে সমূলে উৎপাটিত করতে একটি আঞ্চলিক ঝড় এগিয়ে আসছে”
লিখেছেন লিখেছেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন ০৩ আগস্ট, ২০১৩, ০৪:৩৫:২১ বিকাল
ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ২ আগষ্ট তেহরানে বলেন, ‘ইসরাঈল রাষ্ট্রকে সমূলে উৎপাটিত করতে একটি আঞ্চলিক ঝড় এগিয়ে আসছে। এ অঞ্চলে ইসরাঈলের কোনো স্থান নেই’। তাঁর এ মন্তব্য কী কেবল কথার কথা ? রাজনৈতিক স্টান্টবাজি ? না শত্রপক্ষের সাথে পূর্ণfঙ্গ শক্তিমত্তা নিয়ে মুকাবেলা করার পূর্বাভাস ? এর পেছনে কী পারমাণবিক শক্তির সাহস ক্রিয়াশীল ? ইরাকের সাদ্দাম হোসেন ও লিবিয়ার গাদ্দাফিও সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিতেন। পৃথিবীর মযলুম মানুষ এতে উৎসাহিত বোধ করতেন। কিন্তু ফলাফল কেবল শুণ্য নয় বরং বেদনাদায়ক হয়েছে। ইরাক ও লিবিয়া পারমাণবিক বোমা বানাতেই পারেনি। খুব সম্ভবত ইরানের প্রস্তুতি থাকতে পারে। আগামী দিনের ঘটনা পরম্পরা ও পরিণতি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ক্ষুদ্র ইসরাঈল পুরো মুসলিম বিশ্বকে কাবু করে ফেলেছে ইঙ্গ-মার্কিন অক্ষশক্তির প্রত্যক্ষ সহায়তায়। বহু চিহ্নিত আরব রাষ্ট্র ইসরাঈলকে তোয়াজ করে চলে নিজেদের রাজতান্ত্রিক ক্ষমতার স্বার্থে। এ লজ্জা আমরা কী দিয়ে ঢাকি ? এ বেদনা কীভাবে পুষি ? Power of Balance তৈরী করতে না পারলে মুসলমানদের অস্তিত্বই হুমকির সমুখে পড়বে। এতে কোন সন্দেহ নেই।
http://www.rtnn.net//newsdetail/detail/8/40/68167#.UfyppqyUkft
বিষয়: বিবিধ
২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন