নবীদের রাজনৈতিক জীবন: আমাদের উপলব্ধি

লিখেছেন লিখেছেন আনসারী ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭:৩৮ রাত

আল্লাহ প্রত্যেক জাতির কাছে তার নির্দেশিত পথ দেখিয়ে দেওয়ার জন্য নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবী ও রাসুলগনই এই গুরু দায়িত্ব পালন করে গেছেন।আল্লাহ যে দায়িত্ব দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন তা ছোট খাট কোনও দায়িত্ব নয় বরং এই দায়িত্ব পালনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। প্রত্যেক নবী ও রাসুলের যুগেই তাওহীদ বানী ছিল অভিন্ন। শরিয়তের বিধি বিধান এক এক যুগে হয়তো বা এক এক রকম ছিল কিন্তু তাওহীদের প্রশ্নে ছিল অভিন্ন সুর। প্রত্যেক নবীই চেয়েছেন তাদের দাওয়াতের পক্ষে শক্ত জনমত তৈরী করতে কিন্তু বেশির ভাগ নবীই তাদের পক্ষে শক্ত জনমত তৈরী করতে সক্ষম হননি। পরিসংখ্যান দাড় করালে যে ফলাফল দাড়াই তা হল অসংখ্য নবীর মধ্যে মাত্র কয়েকজন নবী তাদের সমসাময়িক পরিবেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। যেমন হযরত আদম (আHappy , হযরত দাউদ (আHappy, হযরত সুলাইমান (আHappy, হযরত ইউসুফ (আHappy, হযরত মুহাম্মদ (সাHappy উল্লেখযোগ্য। নবীদের সমগ্র পৃথিবীকে শাসন করেছেন শুধুমাত্র একজন নবী আর তিনি হলেন হযরত সুলাইমান (আHappy। যে সকল নবী (আমার মনে হয় অধিকাংশই) আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হননি তারা কি ব্যর্থ হয়েছেন? রাজনৈতিক দৃষ্টীভঙ্গী দিয়ে অনুধাবন করলে মনে হবে তারা সবাই ব্যর্থ হয়েছেন কিন্তু আল্লাহ কোনও নবীকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করেননি এমনকি কোন নবী নিজেকে ব্যর্থ মনে করে হীনমন্নতায় ভুগেননি বরং তারা নবুয়তী মিশন চালিয়ে গেছেন আজীবন। আল্লাহ কোন নবীকে দ্বীন প্রতিষ্ঠার ঠিকাদারী দিয়ে প্রেরণ করেননি। নবীগন নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। এমনকি আল কোরআনে আল্লাহ তায়ালা রাসুল (সHappy কে উদ্দেশ্য করে বলেছেন - ”আপনাকে দারোগা করে পাঠানো হয়নি”। হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিবেন আমাদের কাজ হল দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌছিয়ে দেয়া। সর্বেোপরি মনে রাখতে হবে দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহর সুতরাং যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করবেন আল্লাহ তাদেরকে সাহায্য করবেন।

আরও লক্ষনীয় বিষয় হল যে, নবীগন দ্বীনের কাজে পেরেশানী ছিলেন কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এমন কোন কৌশল অবলম্বন করেন নি যাতে মানুষ ভিন্ন কিছু বুঝে। তারা স্পষ্টভাবেই দাওয়াতী কাজ করেছেন।আল্লাহ আমাদের সত্য বুঝার তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৬৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386492
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:২০
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
386504
২৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:১৪
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File