প্রশ্ন হচ্ছে. যাবো কোথায়?

লিখেছেন লিখেছেন এহতেরামুল হক ২২ নভেম্বর, ২০১৩, ১১:১৫:৩৫ রাত

এই শহরে এমনও অনেক ব্যাচেলর আছেন, যাদের বেতনের উপর নির্ভর করে একটি পরিবারের স্বপ্ন, অসুস্থ বাবার ডাক্তার দেখানো , ছোট্ট বোনটির পায়ে লাল জুতা, মায়ের বাটায় পান।

সংবিধানের ১৫ অনুচ্ছেদ( মৌলিক প্রয়োজনের ব্যবস্থা) “ক” অনুযায়ী অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা আমাদের মৌলিক অধিকার।

কিন্তু কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারলাম আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাচেলরদের বাসা ছাড়তে হবে।

মেনে নিলাম, যেহেতু ডি এম পির সিদ্ধান্ত ।

কিন্তু প্রশ্ন হচ্ছে. যাবো কোথায়?

মা-বাবা থাকেন দেশের বাহিরে , বড়ভাই করেন ব্যবসা।

আমার জন্য কি বাবা-মা দেশে চলে আসবেন? নাকি ভাই ব্যবসা গুটিয়ে ঢাকা চলে আসবেন?

আরেকটা উপায় আছে পড়াশুনা বন্ধ করে বাড়ি চলে যাওয়া। এক সেমিস্টার ড্রপ দেওয়া মানে লাখ খানেক টাকার ধাক্কা !!!!!!!

বিয়া কইরা যে আপদ শাম্লামু তাও সম্ভব না কারন সার্টিফিকেট অনুযায়ী বিয়ের বয়স এখনো হয় নাই।

ব্যাচেলররা কি শুধুই ককটেল বানায়??????

তারা কি রানা প্লাজার দুর্ঘটনার সময় রক্ত দেয় নাই?? অক্সিজেন, খাবার নিয়া ছুটে যায় নাই??????

তারা কি অসুস্থ নাহিয়ানের জন্য টাকা উঠায় নাই?

সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাষ্ট্র বিরোধী কাজের জন্য নাফিস নামক এক বাংলাদেশীকে ৩০ বছরের সাজা দিয়েছে। এখন কথা হল, তাই বলে কি আমেরিকান সরকার সকল ব্যাচেলর বাঙ্গালিকে বিতারিত করে দিয়েছিলো?

আজ যদি সৌদি সরকার কিংবা অন্য কোন রাষ্ট্র প্রধান বলে সকল বাংলাদেশী ব্যাচেলর বিদায় হ.........

সুশীল সমাজের গর্ব, আমাদের জাতীয় কন্যা “ঐশী” কি মেছ কিংবা হোস্টেলে ছিল?

এক কথায় “যারা ভালো, তারা ভালো। যারা খারাপ , তারা খারাপ”

গুটি কয়েক বদ মানুষদের স্ট্যান্ডার্ড ধরে ... ঢালাও ভাবে সকলের ওপর চাপিয়ে দিতে পারেন না।

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File