ওরাও মানুষ । পর্ব ঃ ০১

লিখেছেন লিখেছেন এহতেরামুল হক ৩০ মে, ২০১৩, ০৮:২৭:০২ রাত

যাদের হৃদয় আছে, শুধু তাঁরাই পড়বেন ।

কিছুদিন পূর্বে আমরা চার বন্ধু আড্ডা দিচ্ছিলাম পান্থপথ সিগনালের অদূরেই । আড্ডার এক পর্যায়ে আমরা কোমল পানীয়(মিরিন্ডা) পান করছিলাম , সবাই আমরা যার যার মত করে কথা বলছিলাম , হটাত আমি লক্ষ্য করলাম একটা পথ শিশু দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বিষয়টাকে খুব স্বাভাবিক ভাবেই নিলাম । ঠিক ৫ মিনিট পরে যখন আমাদের খাওয়া শেষ হল তখন সে এসে বললো ভাইয়া বোতল টা আমাকে দিবেন?

তখন বুঝতে পারলাম ওদের চাহিদা শুধুই একটি খালি বোতল !!!!!! আর আমরা এইটুকুই ওদের দিতে অন্তর জ্বলে যায় .... ছিঃ ..... বিকাল কিংবা সন্ধ্যার পর ধানমণ্ডি , গুলশান এলাকায় গেলে দেখতে পাই ধনীর দুলালেরা দামি দামি কুকুর নিয়ে শো-ডাউন করেন । এই কুকুরগুলোর পিছনে আপনারা প্রতি মাসে যে টাকা খরচ করেন তা যদি একটি পথ শিশুর শিক্ষার জন্য ব্যয় করেন । তাহলে রাস্তায় আর একটি শিশুও বোতল খুঁজতে বের হবে না আগামী কয়েক বছর পরে ।

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File