মদিনা সনদ

লিখেছেন লিখেছেন এরশাদ মজুমদার ১৮ এপ্রিল, ২০১৩, ০৯:৪২:১০ সকাল

শিক্ষিত লোকেরা মানে ভদ্র লোকরা এখন প্রতিদিন মদীনা সনদ নিয়ে কথা বলতে শুরু করেছেন কেন বলছেন জানিনা। হয়ত প্রধানমন্ত্রী বলেছেন সেজন্যে। প্রধানমন্ত্রিতো একজন রাজনীতিক। তিনি রাজনীতির স্বার্থে সারাদিন কত কথাইতো বলেন। এসব কথা সিরিয়াসলি নিতে নেই। বাংলাদেশের একটা সংবিধান আছে দেশ পরিচালনার জন্যে। মদীনা সনদ দিয়ে দেশ চালনা যাবেনা। মদীনা রাস্ট্রের চৌহদ্দি ছিল ১০০ বর্গ মাইল। মোট জনসংখ্যা ছিল ৫ হাজার। এর মধ্যে মুসলমানের সংখ্যা মোহাজের ও আনসার মিলিয়ে ছিল ৫শ’। চুক্তিটা ছিল মুসলমানদের সাথে মদীনার অধিবাসী অমুসলমানদের। ৫হাজার অধিবাসীই মূহাম্মদ(সা)এর নেতৃত্ব মেনেই ঐ চুক্তি সই করেছেন। চুক্তির শুরু হয়েছে বিসমিল্লাহীর রাহমানীর রাহীম দিয়ে। এরপরে লিখা হয়েছে‘ এই লিখিত দলীল জারী করা হলো মুহম্মদ (সা) এর পক্ষ থেকে।

মদীনা রাস্ট্রের কেন্দ্রীয় উপাদান হিসাবে উল্লেখ করা হয়েছে মক্কা থেকে আগত ও মদীনার মুমিন গণ। বাদ বাকীরা তাদের অনুসারী হিসাবে নাগরিকত্ব লাভ করবে। ইহুদী গোত্রগুলোকে চিক্তির অংশীদার করে মুমিনদের সংগে শব্দ প্রয়োগ করে রাজনৈতিক ভাবে একই উম্মাতের (জাতি) অন্তর্ভুক্ত করা হয়েছে

চুক্তি নিয়ে বা অপর কোন বিষয়ে মতভেদ দেখা দিলে আল্লাহ ও তাঁর রাসুল (সা) নির্দেশ মোতাবেক ফায়সালা হবে।

মদীনা সনদে ৪৭টি ধারা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে কিছুলোক বুঝিয়েছে যে, মদীনা সনদ একটি সেক্যুলার(ধর্মহীন) সনদ। প্রধানমন্ত্রী ভেবেছেন একথা বলে তিনি রাজনৈতিক ফায়দা নিতে পারবেন। অথবা হেফাজতের নেতাদের বোকা বানাতে পারবেন।

বিষয়: রাজনীতি

১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File